কেয়ামত কি সন্নিকটে ? আরিফুল ইসলাম সাহাজি



কেয়ামতের আলামত বিষয়ক একটি আলোচনায় উল্লেখ আছে  - একজন সাহাবী (হযরত মুহম্মদ স: এর সহচর )নবী মুহম্মদ স: এর কাছে জানতে চাইলেন - হুজুর কেয়ামত কবে হবে ?
এর উত্তরে মহামতি অনেকগুলো লক্ষনের কথা বলেছিলেন ।তার মধ্যে দুটি আলামত -
১ । পৃথিবীর সমস্ত জাতি একে অপরকে আহ্বান করবে ,এসো মুসলিম নিধন করি ।বিষয়টি এমন হবে - দস্তারখানায় খাবার পরিবেশন করে ,অতিথিদের যেমন আহ্বান করা হয় ,তেমনি হবে বিষয়টা ।তখন তোমরা বুঝে নিও কেয়ামত তোমাদের নিকটে ।
২ । কবরের পাশ দিয়ে যাবার সময় মনে হবে কবর কতই না নিরাপদ জায়গা ।আমরাও যদি কবরের ভিতর ঢুকে যেতে পারতাম ।
সাহাবী প্রশ্ন করলেন ,তখন কি মুসলিমদের সংখ্যা নগণ্য হবে ?
মুহাম্মদ (স:) বললেন ,না ।বরং অন্যন্যদের তুলনায় অধিক হবে ।তবে ক্ষমতায় হীনবল ও দুর্বল হয়ে পড়বে ॥
দুটি আলামত শুনে গায়ে কাঁটা দিয়ে উঠল ।ধ্বংশ কি নিকটেই ?

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ধীবর বৃত্তান্ত নাটকের প্রধান কুশীলব ধীবরের চরিত্র বিশ্লষণ করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।

পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছেদ ও অদ্ভুত দর্শন বিষয়ক আলোচনা ।

দাম গল্পটি ছাত্র শিক্ষক পবিত্র সম্পর্কের উপর গভীর ছায়াপাত করেছে । মাস্টারমশায় শাসন করতেন , ভালবাসতেন না । এটা ঠিক নয় ' , আলোচনা করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।