প্রসঙ্গ ভাগাড় কাণ্ড :মানুষ আর কত নিচে নামবে ! - আরিফুল ইসলাম সাহাজি
বাঙালি জাতির হজম শক্তি প্রশংসা করার মত ।এ বিষয়ে অন্য যে কোন জাতিকে চ্যালেঞ্জ ছুঁড়তে পারেন এঁরা ।ভাগাড়ের মাংস অবলীলায় হজম করে দিব্য সুস্থ সবল এখনও ।গরু বলে শূকর ,কখনও শূকর বলে গরু ,কুকুর ,বিড়াল খেয়ে বসে আছেন সবাই ।যদিও জাত ,ধর্ম এখনও পর্যন্ত উত্তরভারতীয়দের মত উগ্র হিংস্র নয় এখানে ,তবুও যতটুকু আছে তার বারটা বাজল আর কি ! পারলে গোয়ায় পিন্ডি কিম্বা মাওলানা দিয়ে কলেমা পড়ুন আর একবার ।
<script async src="//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
<!-- babun -->
<ins class="adsbygoogle"
style="display:block"
data-ad-client="ca-pub-8859464621580427"
data-ad-slot="7736028175"
data-ad-format="auto"
data-full-width-responsive="true"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>
আমরা মানুষ ,জীব শ্রেষ্ঠ ।সমগ্র বিশ্বভুবনের মাথা ।মহান উদারতা আর বিশ্বপ্রেম এই স্বীকৃতি আদায় করেছিল একটু একটু করে ।গুহাবাসি মানুষ নব নব আবিষ্কার আর ভ্রাতৃত্ববোধের প্রগাঢ় বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ।গঠিত হয়েছিল সমাজ ।সেদিনের সেই মানুষরাই কেমন যেন পাল্টে যেতে থাকল ।এখন ,অর্থাৎ ঠিক এই মুহুর্ত মানুষ যেন আর মানুষ নয় !চতুষ্পদ জন্তুর চেয়েও অধম এঁরা ।নিজেদেরকে মানুষ ভাবতে লজ্জা পাবে না তো আগামি প্রজন্ম ।মনটাকে শান্ত করে একবার ভাবুন তো ,মানবিকতাকে গঙ্গার জলে বিসর্জন দিয়ে শুধুমাত্র কিছু টাকার জন্য ভাগাড়ের মরা শূকর ,কুকুর ,গরু ,বিড়াল নতুন করে বিভিন্ন ক্ষতিকারক রসায়নিক দ্রব্য দ্বারা প্রক্রিয়াজাত করে হোটেল ,লজ গুলোতে বিক্রি হচ্ছে ।মানুষের শরীরের সুস্থতার পরিমিতিকে কোনরূপ তোয়াক্কা না করে যারা এই জঘন্য কান্ডের সঙ্গে যুক্ত তারা কি মানুষ ! আচরণ কিন্তু মানুষের মত নয় ।জানোয়ারের থেকেও অধম ।মানুষ অর্থের জন্য আর কত নিচে নামবে !মানবিকতার গ্রাফ নামতে নামতে একেবারে চূড়ান্ত অবনমনের স্থরে নেমে এসেছে ।এর থেকে কি সত্যিই মুক্তির মত নেই ।প্রায় তো বিভিন্ন অসাম্যের প্রতিবাদে মানুষ রাস্তায় হাঁটছেন ।তবুও কেন ফিরছে না মানুষের হুঁশ ॥
লেখক :
আরিফুল ইসলাম সাহাজি
রায়পুর ,চাকলা ,দেগঙ্গা,উত্তর ২৪ পরগনা ,পশ্চিমবঙ্গ ।
আলাপন :৯৭৩৪৩১৮৯৬৪
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন