আমরা কি ক্রমে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি ! , আলোচনায় আরিফুল ইসলাম সাহাজি
মানসিক সত্ত্বার জাগরণ হৃদয়ের অভ্যন্তরীণ একটি প্রক্রিয়া ।মানবিকতার যথার্থ বিকাশ সাধন মঙ্গলময় কর্মে আত্মবোধকে জাগাতে পারে ।তবে ,বর্তমান এই চরম অপসময়ে দাঁড়িয়ে সহস্র কোটি টাকার প্রশ্ন ,মানুষের অন্তরাত্মাকে কল্যাণময় স্বার্থে জাগরিত করা সম্ভব ! রোজ প্রতিদিন লক্ষ কোটি অন্যায় -অসাম্য সংঘটিত হচ্ছে ।ন্যায়ের পক্ষে থাকা যৎসামান্য সংখ্যক মানুষ রাস্তায় নামছেন ,মিছিল ,পথ অবরোধ করছেন ।কিন্তু আদেও কি সমস্যার কোন সমাধান হচ্ছে ! জঘন্য অপরাধ করেও বেঁচে যাচ্ছে কেউ কেউ ।
<script async src="//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script><!-- babun -->
<ins class="adsbygoogle"
style="display:block"
data-ad-client="ca-pub-8859464621580427"
data-ad-slot="7736028175"
data-ad-format="auto"
data-full-width-responsive="true"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>
বর্তমান সমাজ ,রাষ্ট্র বিজ্ঞানের উৎকর্ষিত জায়গায় অবস্থান করছে ।সভ্য, উন্নত সভ্যতার নাগরিক আমরা ,কিন্তু উন্নত সভ্যতার বিজ্ঞাপণ কি মিথ্যাচার ! সত্যের কণ্ঠরোধ !অসাম্যের পক্ষে মিছিল !
সত্য ,কল্যাণ ,কৃষ্ট কালচারের কল্যাণকর অনুভূতির আন্তরিক প্রয়াসের মাঝেই লুকিয়ে আছে উন্নত মানবিক সভ্যতার সোপান ।এই অমোঘ সত্যটি আমরা অস্বীকার করবার স্পর্ধা আমরা পেলাম কোথায় ! নাকি ,জীবন -বিলাসের উৎকর্ষতা এবং চরম সন্তুষ্টি আসলেও মনবিকারে ভুগছি আমরা ! ক্রমশ..সত্য ,কল্যাণ ,সাম্য ও সমাজ হিতকর মনোবৃত্তির বিলুপ্তি ঘটছে চোখের সামনে ।শূন্যতাকে পূর্ণ করতে হৃদয়ের চোরাকুঠিরে জমছে হিংস্র নেকড়ের উন্মাদনা ।আসলে আমরা এখন বড় বেশি আত্মপ্রিয় ,আমিত্ববাদী ।কবি যথার্থ বলেছিলেন ,মানুষের মৃত্যুর চেয়ে ,মানুষত্বের মৃত্যু বড় কষ্টের ॥
সত্য ,কল্যাণ ,কৃষ্ট কালচারের কল্যাণকর অনুভূতির আন্তরিক প্রয়াসের মাঝেই লুকিয়ে আছে উন্নত মানবিক সভ্যতার সোপান ।এই অমোঘ সত্যটি আমরা অস্বীকার করবার স্পর্ধা আমরা পেলাম কোথায় ! নাকি ,জীবন -বিলাসের উৎকর্ষতা এবং চরম সন্তুষ্টি আসলেও মনবিকারে ভুগছি আমরা ! ক্রমশ..সত্য ,কল্যাণ ,সাম্য ও সমাজ হিতকর মনোবৃত্তির বিলুপ্তি ঘটছে চোখের সামনে ।শূন্যতাকে পূর্ণ করতে হৃদয়ের চোরাকুঠিরে জমছে হিংস্র নেকড়ের উন্মাদনা ।আসলে আমরা এখন বড় বেশি আত্মপ্রিয় ,আমিত্ববাদী ।কবি যথার্থ বলেছিলেন ,মানুষের মৃত্যুর চেয়ে ,মানুষত্বের মৃত্যু বড় কষ্টের ॥
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন