পোস্টগুলি

ফেব্রুয়ারী, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

পিছিয়ে পড়তে না চাইলে ইসলামি সমাজকে শিক্ষার আলোকে প্রজ্বলিত হতে হবে । আরিফুল ইসলাম সাহাজি ।

ছবি
একটি জাতির উন্নয়নের পরিআবহিক মন্ডল কেমন হবে , সেই বিষয়টি নির্ভর করে সেই জাতির গণমানুষরা নিজেদেরকে সত্যকার অর্থেই কতখানি মানবসম্পদে পরিণত করতে পারছে । মানবসম্পদ শব্দবন্ধটির উপস্থাপন করলাম যেহেতু , এর একটা ব্যাখ্যাপূর্ণ পরিআবহ সৃষ্টি করলে পাঠক বুঝবেন । মানবসম্পদ বললে সকল মানবকেই সম্পদ হিসাবে ধারণা করা হচ্ছে , এমন ভাবলে ভুল করা হবে । মানবসম্পদ সেই মানবগোষ্টিকে বলা হবে যাঁরা মানব সভ্যতার কল্যাণের নেপথ্যে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবেন । যে জাতি ধর্ম রাষ্ট্রের মানসম্পূর্ণ মানবের সংখ্যা অধিক হবে , তাঁরা নিঃসন্দেহে অগ্রগতির সোপান ধরে পর্বতের সর্বোচ্চ শৃঙ্গে সবার আগে অবতরন করবে , সে বিষয়ে দ্বিমত নেই । এখন প্রশ্ন উঠতেই মুসলিম গণসমাজ ক্রমে অধঃপতিত সভ্যতার প্রতিভূর প্রতিনিধিত্ব কেন করছে ? উপরের ব্যাখ্যানুযায়ি বলতে হয় , মুসলিম গণসমাজ নিজেদেরকে মানবসম্পদে পরিগণিত করতে অক্ষম হচ্ছেন । বিষয়টি একেবারেই সেইরকম । মুসলিম সমাজ ক্রমশঃ শিক্ষাদীক্ষায় নিজেদেরকে দৈন্য করে তুলছেন । নারীদের শিক্ষার প্রচলন কিছুটা হলেও এখনও টিকে আছে , কিন্তু দুঃখের বিষয় মুসলিম গণসমাজে পুরুষ শিক্ষার হার...

রাত্রী গভীর এখন - আরিফুল ইসলাম সাহাজি

ছবি
কবিতায় বেঁধেছি সব  জীবন গল্প  আর পাঁচজনের মত  দিনের শেষে  হাই তুলে ঘুমাতে  পারিনে  বিপদ শরীর ঘেঁষা  হলেও অন্যরা  এড়িয়ে যায়  মনে করে ভুগবে ওঁরা  আমাদের দিন কেটে  যাবে বেশ  অক্লেশে  সাধারণ মানুষগুলোর   এক একাধিক  ভাগ , কেউ হিন্দু শিখ  খ্রিষ্টান মুসলমান  কেউ কেবল মানুষ নন  সবার দুখে মন  কান্দে না সবার  মন খারাপেরও একটা  গন্ডি আছে  সেই গন্ডি পেরোলেই  মন কেমন করে  ব্যস্ত জীবনে কে হাসলো  কাঁদল তাতে কার কী  যায় আসে  কে হারালো ঘর  কে হারালো দেশ  তাতে ক্ষতি কার ?  হায় রে , বাঙালি বুঝিস না  কে তোর আপন , আর কে তোর পর ?  চোখ খুলে দেখ , তোর ঘর  আঙিনায় নেমেছে আঁধার .....