কৈমারীতে ব্রাইটার এর করোনা বিষয়ক জনসচেতনতা ও মাস্ক বিতরণ অনুষ্ঠিত ।

              

মীম মিজান 

নীলফামারী জেলার জলঢাকা উপজেলার কৈমারী বাজারে ব্রাইটার কনজুমারস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের করোনাভাইরাস বিষয়ক জনসচেতনতা তৈরী ও মাস্ক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ (শুক্রবার) ৩ এপ্রিল ২০২০ কৈমারী ব্রাইটার কনজুমারস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর উদ্দোগে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস এর ছড়িয়ে পড়া তার সংক্রমণ থেকে কীভেবে নিজে, পরিবার ও দেশকে রক্ষা করা যাবে সে বিষয়ে সাধারণ মানুষের ভিতরে জনসচেতনতা তৈরী করা হয়। এবং এ ভাইরাস থেকে রক্ষার জন্য ব্যক্তি রক্ষার উল্লেখযোগ্য সংখ্যক মাস্ক বিতরণ করা হয়।

জনসচেতনতা তৈরী ও মাস্ক বিতরণে অংশগ্রহণ করেন কৈমারী অঞ্চলের জনপ্রিয় তরুণ চিকিৎসক ডাঃ মোঃ আরিফুল ইসলাম, এমবিবিএস,বিসিএস, মেডিকেল অফিসার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় ঢাকা, মেডিকেল টেকনোলজিস্ট আল আমিন, গ্রাম ডাঃ মোঃ রবিউল ইসলাম, সিএইচডব্লিউ, বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ, গৌরাংগ চন্দ্র সাহা, গোলাম রব্বানীসহ ডায়মন্ড কমিউনিটি হেলথ সেন্টার কৈমারীর সহকারী বৃন্দ। কৈমারী বাজার ও এর আশেপাশের গ্রামের মানুষের মধ্যে কর্মসূচি বাস্তবায়িত হয়। এসময় বিতরণকারী ও চিকিৎসক সাধারণ জনগণকে প্রয়োজন ছাড়া বাহিরে না যেতে অনুরোধ করেন। আর একান্তই যদি বাইরে না গেলে নয় তখন অবশ্যই মাস্ক পরতে পরামর্শ দিয়েছেন। বারবার হাতধোয়ার জন্যও আয়োজকগণ সাধারণকে সচেতন করেন । 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ধীবর বৃত্তান্ত নাটকের প্রধান কুশীলব ধীবরের চরিত্র বিশ্লষণ করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।

পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছেদ ও অদ্ভুত দর্শন বিষয়ক আলোচনা ।

দাম গল্পটি ছাত্র শিক্ষক পবিত্র সম্পর্কের উপর গভীর ছায়াপাত করেছে । মাস্টারমশায় শাসন করতেন , ভালবাসতেন না । এটা ঠিক নয় ' , আলোচনা করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।