অমানবিক চীন , ল্যাবে মজুত করোনার মত আরও মারণ ভাইরাস । আতঙ্ক বিশ্বময় ।



করোনা সারা বিশ্বব্যপী ভয়াবহ অবস্থার সৃষ্টি করেছে । ভয়ঙ্কর নৃশংস এই ভাইরাসের উৎপত্তি কিভাবে হল , এ বিষয়ে গবেষণা থামছেই না । তবে যেহেতু , এই মরণ ভাইরাসের উৎপত্তি হয়েছে চীনের শহরে ।চীনের কমিউনিস্ট সরকার একেবারেই প্রথম থেকেই সযত্নে ভাইরাসটি লালন করেছেন । যতক্ষণ না সেটি মহামারীতে পরিণত হয়েছে , তার আগে বিশ্বকে তারা করোনা সম্পর্কে কোন তথ্যই দেয়নি । এমনকি যারা , করোনা নিয়ে কোন খবর বিশ্বের নজরে আনবার চেষ্টা করেছেন , সরকার হয় , তাদের গুম করেছে , নয়তো জেলে পুরো দিয়েছে । ইতিমধ্যে বিশ্বের তোপের মুখে পড়েছে চীন । আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র্ম্প্ট চীনকে হুঁশিয়ারি দিয়েছেন , এই ভাইরাস চীন সরিয়েছে এমন প্রমাণিত হলে , চীন কঠিন জবাব দেওয়া হবে । জার্মানি সহ একাধিক দেশে চীনের স্বৈরাচারি সরকারের বিরুদ্ধে জরিমানা করা হয়েছে । এই আবহেই এক আন্তৰ্জাতিক সংস্থার রিপোর্টে এক ভয়ঙ্কর তথ্য দাবি করা হয়েছে । চীনের ল্যাবে করোনা ভাইরাসের মত এমন আরও ১৫০০ ভাইরাস সংরক্ষিত আকারে মজুত আছে । বিষয়টি সত্য হলে মানব সভ্যতা ধ্বংশের মুখে পড়বে । কেননা , অমানবিক চীনের অসাধ্য কিচ্ছু নেই ॥ 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ধীবর বৃত্তান্ত নাটকের প্রধান কুশীলব ধীবরের চরিত্র বিশ্লষণ করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।

পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছেদ ও অদ্ভুত দর্শন বিষয়ক আলোচনা ।

দাম গল্পটি ছাত্র শিক্ষক পবিত্র সম্পর্কের উপর গভীর ছায়াপাত করেছে । মাস্টারমশায় শাসন করতেন , ভালবাসতেন না । এটা ঠিক নয় ' , আলোচনা করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।