আমেরিকার রাজপথে ঝুলছে মহম্মদ স. এর বাণী সমন্বিত সাইনবোর্ড ।



নোঙর প্রতিদিন ডেক্স : 

হযরত মুহাম্মদ স.  সমগ্র বিশ্ববাসীর কাছে রহমত স্বরূপ । পুরো  জিন্দেগীতে তিনি নিয়োজিত ছিলেন মানবতার সেবায় । আজ থেকে প্রায় পনের শত বছর আগে , তিনি পৃথিবীর প্রায় সব বিষয়ের সমাধান দিয়ে গেছেন বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে ।  আজ সমগ্র বিশ্ব করোনার কবলে হাবুডুবু খাচ্ছে , প্রথমে চিনি সৃষ্টি হলেও , থেমে নেই শুধু সেদেশে ।  তার দাপট আজ সমগ্র বিশ্বময় ।  ইউরোপীয় দেশগুলো করোনাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ।  ইতালি , ইংল্যান্ড , ফ্রান্স , আমেরিকার ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি । প্রথমদিকে মৃত্যু-মিছিল ইতালিতে বার হলেও , এই সময় ইতালিকেও  ছাড়িয়ে যাচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র।  আমেরিকা যুক্তরাষ্ট্রের একটি বিশেষ দৃশ্য যাপন সকলের নজর কেড়েছে ।  আমেরিকা যুক্তরাষ্ট্রে মহামানব হযরত মুহাম্মদ স. এর  উপদেশবলি ছড়িয়ে দেয়া হয়েছে ।  যেখানে বলা হচ্ছে , তোমরা সকলে ভালো করে হাত পরিষ্কার করো ।  যেখানে মহামারী সেই এলাকাতে তোমরা যেও না ।   তোমার এলাকাতে যদি মহামারী হয় তাহলে তুমি তোমরা বেরিয়ে এসো না । মহানবী হযরত মুহাম্মদ স.  এইরূপ অমীয় বাণী এখন দেখা যাচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের অলিগলি রাজপথ জুড়ে । 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ধীবর বৃত্তান্ত নাটকের প্রধান কুশীলব ধীবরের চরিত্র বিশ্লষণ করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।

পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছেদ ও অদ্ভুত দর্শন বিষয়ক আলোচনা ।

দাম গল্পটি ছাত্র শিক্ষক পবিত্র সম্পর্কের উপর গভীর ছায়াপাত করেছে । মাস্টারমশায় শাসন করতেন , ভালবাসতেন না । এটা ঠিক নয় ' , আলোচনা করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।