রাত গভীর এখন । আরিফুল ইসলাম সাহাজি ।
জীবন গল্প
আর পাঁচজনের মত
দিনের শেষে
হাই তুলে ঘুমাতে
পারিনে
বিপদ শরীর ঘেঁষা
হলেও অন্যরা
এড়িয়ে যায়
মনে করে ভুগবে
ওঁরা
আমাদের দিন কেটে
যাবে বেশ
অক্লেশে
সাধারণ মানুষগুলোর
এক একাধিক
ভাগ , কেউ হিন্দু শিখ
খ্রিষ্টান মুসলমান
কেউ কেবল মানুষ নন
সবার দুখে মন
কান্দে না সবার
মন খারাপেরও একটা
গন্ডি আছে
সেই গন্ডি পেরোলেই
মন কেমন করে
ব্যস্ত জীবনে কে হাসলো
কাঁদল তাতে কার কী
যায় আসে
কে হারালো ঘর
কে হারালো দেশ
তাতে ক্ষতি কার ?
হায় রে , বাঙালি বুঝিস না
কে তোর আপন , আর কে
তোর পর ?
চোখ খুলে দেখ , তোর ঘর
আঙিনায় নেমেছে আঁধার .....
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন