চলছে 'অনুভূতির কথায়' পত্রিকার ফেসবুক লাইভ 'অনুভবে।


নিজস্ব প্রতিনিধি ।


৩০ এপ্রিল থেকে রোজ ভারতীয় সময় রাত ৮ট থেকে ৯টা পর্যন্ত পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুর, বাংলাদেশ, অমেরিকা থেকে গুণীজনেরা লাইভে আসছেন 'অনুভূতার কথায়' পত্রিকার ফেসবুক পেইজে। রাত ৮টা থেকে সরাসরি লাইভ দেখা যচ্ছে https://www.facebook.com/anuvutirkathaiPatrika  পেইজে। এক এক দিন এক একজন শিল্পী বা সাহিত্য সংস্কৃতি প্রেমী ব্যক্তিত্ব লাইভে তাদের একক অনুষ্ঠান চালাচ্ছেন। লকডাইনের ফলে সাহিত্য-সংস্কৃতির সব অনুষ্ঠান‌ই বন্ধ তাই গৃহবন্দি থেকে সেই চর্চা বা অনুষ্ঠান চালিয়ে রাখতেই এই 'ফেসবুক লাইভ - অনুভবে' অনুষ্ঠনের পরিকল্পনা নিয়েছে মুর্শিদাবাদের কৃষ্টিগত সাময়িকী 'অনুভূতির কথায়', (BBSA/GM/029/2019)।
পত্রিকার সম্পাদক ও পেইজের এডমিন হামিম হোসেন মণ্ডল জানান, কবি ঋক তান দাদার প্রস্তাবে সাড়া দিয়ে তাঁর সহযোগীতায় এই লাইভ অনুষ্ঠান চালিয়ে যাচ্ছে 'অনুভূতির কথায়'। উত্তম মন ও মানসিকতার কবি, সাহাত্যিক, বচিক শিল্পী ও সংগীত শিল্পী মুক্ত মনে এই লাইভে একক ভাবে অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। এমন কিছু বিশেষ ব্যক্তিত্ব রয়েছেন যাঁরা ফেসবুক লাইভে এই প্রথম পদার্পণ করলেন 'অনুভূতির কথায়'র মাধ্যমে। সুকণ্ঠি কবি, সমাজসেবী ও শিক্ষিকা বীরভূমের প্রতিভা গাঙ্গুলীর এই প্রথম লাইভে আসা, প্রথম আসছেন ত্রিপুরার মণিকা ভট্টাচার্য প্রমুক। এই লাইভে অংশ নিয়েছেন বিশিষ্ট সংগীত শিল্পী মুকুল চক্রবর্তী, বাচিক শিল্পী শর্মিষ্ঠা সাউ, কবিতা নিয়ে ছিলেন চৈতালী দাস মজুমদার। থাকছেন সংঙ্গীত শিল্পী সর্বাণী দত্ত, প্রাবন্ধিক রাজীব ঘাটি, কবি কণিষ্ক শাসমল, সংগীত শিল্পী মায়াদি, গুণী ব্যক্তিত্ব ত্রিলোচন ভট্টাচার্য, কবি যুথিক দাশগুপ্ত, আমেরিকা থেকে প্রকৌশলী সফিক আহমেদ, বাংলাদেশ থেকে ছন্দা দাস প্রমুখ। ২৫শে বৈশখ কবিগুরুর জন্মদিন উপলক্ষে থাকছে বর্ধিত বিশেষ কিছু লাইভ অনুষ্ঠান। ওইদিন স্বভাবিক নিয়মে থাকছেন অত্যন্ত খ্যাত বাচিক কণ্ঠ সর্বাণী চ্যাটার্জি।
সব লাইভ দেখা যচ্ছে https://www.facebook.com/anuvutirkathaiPatrika লিংকের পেইজে। গত অনুষ্ঠানগুলো মিলবে www.anuvutirkathai.site এও।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ধীবর বৃত্তান্ত নাটকের প্রধান কুশীলব ধীবরের চরিত্র বিশ্লষণ করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।

পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছেদ ও অদ্ভুত দর্শন বিষয়ক আলোচনা ।

দাম গল্পটি ছাত্র শিক্ষক পবিত্র সম্পর্কের উপর গভীর ছায়াপাত করেছে । মাস্টারমশায় শাসন করতেন , ভালবাসতেন না । এটা ঠিক নয় ' , আলোচনা করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।