হাবড়ায় মহিলাকে ধর্ষণ ও গলা কেটে খুন ।


নিজস্ব প্রতিনিধি ।
হাবড়া ।

হাবড়াতে এক মহিলাকে ধর্ষণ ও গলা কেটে খুন করায় চাঞ্চল্য ছড়িয়েছে । ঘটনাটি ঘটেছে হাবড়ার ফুলতলা এলাকায় । অন্যান্য দিনের মতই ওই মহিলা ঘাস কাটতে যান । কিন্তু সময় পেরিয়ে যাওয়ার পরও বাড়ি না ফেরায় চিন্তায় পড়েন ওই মহিলার ছেলে । তিনি মাকে খুঁজতে বার হন । মাঠে ঘুরতে ঘুরতেই নালার ধারে কিছু পরে থাকতে দেখেন ওই যুবক । কাছকাছি যেতেই দেখেন গলার নালি কাটা অবস্থায় পরে আছেন তার মা । এরপর হাবড়া থানায় খবর দেওয়া হয় । পুলিশ এসে লাশ সংগ্রহ করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে । তদন্ত জারি আছে , খুব তাড়াতাড়ি অপরাধীদের ধরা হবে বলে পুলিশের পক্ষে জানানো হয়েছে । 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ধীবর বৃত্তান্ত নাটকের প্রধান কুশীলব ধীবরের চরিত্র বিশ্লষণ করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।

পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছেদ ও অদ্ভুত দর্শন বিষয়ক আলোচনা ।

দাম গল্পটি ছাত্র শিক্ষক পবিত্র সম্পর্কের উপর গভীর ছায়াপাত করেছে । মাস্টারমশায় শাসন করতেন , ভালবাসতেন না । এটা ঠিক নয় ' , আলোচনা করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।