মিঠুন চক্রবর্তীর জীবন কথা -
মিঠুন চক্রবর্তী ভারতীয় চলচিত্র জগতের এক মহান অভিনেতা.মিঠুনের জন্ম 16 জুন 1950 এ কলকাতার এক নিন্ম মধ্য পরিবারে ;ডাক নাম গৌরাঙ্গ চক্রবর্তী.অস্কোটিস কালেজ থেকে বি.এ পাস করে নকশাল কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন.জীবন বীপোর্নো হওয়ায় মুম্বাই এ চলে আসেন.তারপর শুরু হই নায়ক হয়এর লড়াই.তার প্রথম চলচিত্রটি একটি বাঙ্গলা ছবি নাম মৃগয়া.প্রতিভাবান এ্ই অভিনেতা প্রথম ছবিতে এ্ই তিনি জাতীয় পূরস্কার পান.এর পর তিনি পিছনে ফিরেই তাকান নি.এক এক করে দো আনজানে , ফুল খি লে হেই গুলশান ,ডিস্ক ডন্সর্স ,পেয়ার কে মন্দির ,মূজ্রিম ,ফুল র আংগর ,এবং ম.আল.অ.fatakestor মত বাঙ্গলা ছবি.
তিনি তিনটি বিয়ে করেছেন -প্রথম wife হেলেন লুক ,এরপর তিনি যোগিতা বালি কে বিয়ে করেন.যোগিতা আবং মিঠুনের চারটি সন্তান আছে -মিমো ,রিমো,নমসী ,দিস্হনি ,শ্রীদেবী সঙ্গে তার বিয়ে আবং devose খুব
আলোচিত বিষয়.
যাইহোক তিনি দুবার ফিল্ম ফিযর ,দুবার জাতীয় পুরস্কার পান তিনি.এখন ও তিনি অভিনয় করছেন.তবে শোন আ যাচেছ তিনি ওসূস্তো.
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন