অপূর্ণ ভালবাসা

হয়ত আমি একদিন পরিষ্ফুটিত হব
সেদিন তোমার ঝরেপড়া পাঁপড়ি গুলো
ধূলায় পড়িয়া গড়িয়া যাইবে ।
তোমার কোটর গত চোঁখ নিষ্পলক দৃষ্টিতে ,
আমার দিকে তাকিয়ে থাকবে।
আমিও সেদিন অসহায় মেঘের মত হয়ে যাব ;
আর এক গুচ্ছ সোনালী সুখ -শান্তি ,
আমাকে বহণ করে তোমারি মত করো
শূন্য হূদয়ে পূর্ন প্রেম বরষাবে !



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ধীবর বৃত্তান্ত নাটকের প্রধান কুশীলব ধীবরের চরিত্র বিশ্লষণ করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।

পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছেদ ও অদ্ভুত দর্শন বিষয়ক আলোচনা ।

দাম গল্পটি ছাত্র শিক্ষক পবিত্র সম্পর্কের উপর গভীর ছায়াপাত করেছে । মাস্টারমশায় শাসন করতেন , ভালবাসতেন না । এটা ঠিক নয় ' , আলোচনা করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।