আজও আছিস তুই মনের মনি কোটায় -আরিফুল ইসলাম সাহাজী

বিষন্ন সন্ধ্যায় ,গালে হাত দিয়ে বসে
ফিরে যেতে ইচেছ করে অতীতের
চোরাগুপ্তা পথে !


মুক্ত আঙ্গিনায় আধখানা চাঁদ
ছোটকু আর আমি বসে
অনন্ত অসীম নীলাকাশ
রাগে করে গড় গড় ,
হটাত ছোটকু উঠল লাফিয়ে
দাদা চল আম কুড়াতে যাই ।


দশদিগন্ত অবসন্ন
রচনা করে অনলশরযা
মাথার উপর মুক্তাকাশ আর
বন্ধন ;............................
তবুও ,রোদ বিষ্টি জনতার
ভিড়ে আকাশের সিঁড়ি খুঁজে নে -
ছোটকু বলেছিল !


ছোটকু আজ অস্পষ্ট স্মৃতি
কবরের
বেড়াগুলোও ভগ্নপ্রায় ,
হাঁটতে হাঁটতে যখন যাই ,
কবরের গর্ভ থেকে উঠে আসে
যেন ধ্বনি ,এ্ই ছোটদা আজও
তুই তেমনই আছিস ।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ধীবর বৃত্তান্ত নাটকের প্রধান কুশীলব ধীবরের চরিত্র বিশ্লষণ করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।

পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছেদ ও অদ্ভুত দর্শন বিষয়ক আলোচনা ।

দাম গল্পটি ছাত্র শিক্ষক পবিত্র সম্পর্কের উপর গভীর ছায়াপাত করেছে । মাস্টারমশায় শাসন করতেন , ভালবাসতেন না । এটা ঠিক নয় ' , আলোচনা করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।