বিপ্লবের জন্ম -আরিফুল ইসলাম সাহাজী

সপ্নময়তা নোংরা হাতের হিংস্রতাই নীরব ,
ভাগ্যজয়ী সৃষ্টিঊষা নিঃসঙ্গ গিরিচূড়ায়
সহস্রসাধ সহস্র বাসনা অগ্নিবর্ন ;
নব সূর্যোদয় ছন্দে ছন্দে ম্লান ,
নিশীথ গগনে বিধাতার অট্টহাসি
চিরন্তন ;


ভাললাগানুভূতি এক লহমায় লীন ,
জীবননাট্য এ বীর্যহীনতার আস্ফালন ,
চেনা সময়ের খরস্রোত মরীচিকা ,
মসজিদে কিংবা দেবালয়ে আরতির বাজনা
আলো আঁধার !


তখনি ঘটে একটি বিপ্লব........................................





মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ধীবর বৃত্তান্ত নাটকের প্রধান কুশীলব ধীবরের চরিত্র বিশ্লষণ করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।

পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছেদ ও অদ্ভুত দর্শন বিষয়ক আলোচনা ।

দাম গল্পটি ছাত্র শিক্ষক পবিত্র সম্পর্কের উপর গভীর ছায়াপাত করেছে । মাস্টারমশায় শাসন করতেন , ভালবাসতেন না । এটা ঠিক নয় ' , আলোচনা করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।