জীবন প্রভাত
কখন প্রেমের দহনে , হৃদয় পুড়ে যখন কাঠ ।
ঠিক এমত মুহূর্তে মনে পড়ে ,
জীবন প্রভাতের কথা ।
যখন কিনা ভোররাতে নিদ্রা ভঙ্গ করে ছুটতাম ,
শিউলি গাছের তলে ।
সাদা ফুলের ছড়াছড়ি ,
মন মাতিয়ে তুলত ।
সঙ্গে ফুল রাখবার পাত্র থাকত না ।
এক গণ্ডূষ ফুল কুড়িয়ে ক্ষ্যান্ত হতাম ।
অতঃপর একটি বালিকার আগমন ঘটত ।
তাঁহার হস্তে থাকত, ছোট্ট ফুলের ডালি ।
দীপ্ত নয়নে আমার দিকে চাইতো ;
বেগে অথবা আবেগে , আমি জানিনা ।
এরপর আমার গণ্ডূষভরা পুষ্প সেই বালিকার
ফুলের ডালিতে সমর্পণ করতাম ।
তাঁর বদনে বিজিলির ন্যায় হাসি ফুটে উঠত ।
যত সময় না ডালি খানি পূর্ণ হত ,
ততক্ষণ পর্যন্ত ফুল কুড়াতে থাকতাম ।
যখন ফুলেফুলে ডালি খানি ছাপিয়ে উঠত ,
তখন কন্যার কোচড়ে পুষ্পার্পন করতাম ।
তখন আত্মজা কোমল পদে নিলয় অভিমুখে গমন করত ।
আমি নিষ্পলক দৃষ্টিতে খুকির দিকে তাকিয়ে থাকতাম ।
যাবার সময় সে একবার বলত ,-
" দুপুর বেলা বকুল তলায় দাঁড়ায় থাকুম আইয় কিন্তু " ।
ঠিক এমত মুহূর্তে মনে পড়ে ,
জীবন প্রভাতের কথা ।
যখন কিনা ভোররাতে নিদ্রা ভঙ্গ করে ছুটতাম ,
শিউলি গাছের তলে ।
সাদা ফুলের ছড়াছড়ি ,
মন মাতিয়ে তুলত ।
সঙ্গে ফুল রাখবার পাত্র থাকত না ।
এক গণ্ডূষ ফুল কুড়িয়ে ক্ষ্যান্ত হতাম ।
অতঃপর একটি বালিকার আগমন ঘটত ।
তাঁহার হস্তে থাকত, ছোট্ট ফুলের ডালি ।
দীপ্ত নয়নে আমার দিকে চাইতো ;
বেগে অথবা আবেগে , আমি জানিনা ।
এরপর আমার গণ্ডূষভরা পুষ্প সেই বালিকার
ফুলের ডালিতে সমর্পণ করতাম ।
তাঁর বদনে বিজিলির ন্যায় হাসি ফুটে উঠত ।
যত সময় না ডালি খানি পূর্ণ হত ,
ততক্ষণ পর্যন্ত ফুল কুড়াতে থাকতাম ।
যখন ফুলেফুলে ডালি খানি ছাপিয়ে উঠত ,
তখন কন্যার কোচড়ে পুষ্পার্পন করতাম ।
তখন আত্মজা কোমল পদে নিলয় অভিমুখে গমন করত ।
আমি নিষ্পলক দৃষ্টিতে খুকির দিকে তাকিয়ে থাকতাম ।
যাবার সময় সে একবার বলত ,-
" দুপুর বেলা বকুল তলায় দাঁড়ায় থাকুম আইয় কিন্তু " ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন