অশান্ত বেদনার গীতি :আরিফুল ইসলাম সাহাজী
আগুন ছড়ানো পৃথিবীর সর্বত্র আজ হাহাকার
জীবনের শান্তধারা হতে সব যেন বিছিণ্ণ
বিষাদ এর করুন সুর নিঃসীম যন্তনায় কাতর
জান্তব উল্লাসে জীবন নাভিশ্বাস
বিজন অরণ্ণ এ অন্ধকারছন্ন রজনীতে
একাকী রাত্রি যাপনের মত.
মনের গভীরে লালিত ভালবাসা অস্তিত্ব এর যন্তনাই কাতর
ঋদয়চিত্র শিকলে বাঁধা পাখির মত
নিখিলভুবন মানবতাহত তুষের আগুনে জর্জরিত
ঋদয় ক্ষত বিক্ষত অশান্ত বেদনার গীতি
অস্তিত্ব এর শিকল ছিঁড়ে গেছে তাই বিষাদ এ
বসে কাঁদি !
জীবনের শান্তধারা হতে সব যেন বিছিণ্ণ
বিষাদ এর করুন সুর নিঃসীম যন্তনায় কাতর
জান্তব উল্লাসে জীবন নাভিশ্বাস
বিজন অরণ্ণ এ অন্ধকারছন্ন রজনীতে
একাকী রাত্রি যাপনের মত.
মনের গভীরে লালিত ভালবাসা অস্তিত্ব এর যন্তনাই কাতর
ঋদয়চিত্র শিকলে বাঁধা পাখির মত
নিখিলভুবন মানবতাহত তুষের আগুনে জর্জরিত
ঋদয় ক্ষত বিক্ষত অশান্ত বেদনার গীতি
অস্তিত্ব এর শিকল ছিঁড়ে গেছে তাই বিষাদ এ
বসে কাঁদি !
কবিতাটি কেমন হল জানাবেন কিন্তু.পোস্ট লিখে Published button clicke করবেন
উত্তরমুছুন