অশান্ত বেদনার গীতি :আরিফুল ইসলাম সাহাজী

আগুন ছড়ানো পৃথিবীর সর্বত্র আজ হাহাকার
জীবনের শান্তধারা হতে সব যেন বিছিণ্ণ
বিষাদ এর করুন সুর নিঃসীম যন্তনায় কাতর
জান্তব উল্লাসে জীবন নাভিশ্বাস
বিজন অরণ্ণ এ অন্ধকারছন্ন রজনীতে
একাকী রাত্রি যাপনের মত.


মনের গভীরে লালিত ভালবাসা অস্তিত্ব এর যন্তনাই কাতর
ঋদয়চিত্র শিকলে বাঁধা পাখির মত
নিখিলভুবন মানবতাহত তুষের আগুনে জর্জরিত


ঋদয় ক্ষত বিক্ষত অশান্ত বেদনার গীতি
অস্তিত্ব এর শিকল ছিঁড়ে গেছে তাই বিষাদ এ
বসে কাঁদি !

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ধীবর বৃত্তান্ত নাটকের প্রধান কুশীলব ধীবরের চরিত্র বিশ্লষণ করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।

পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছেদ ও অদ্ভুত দর্শন বিষয়ক আলোচনা ।

দাম গল্পটি ছাত্র শিক্ষক পবিত্র সম্পর্কের উপর গভীর ছায়াপাত করেছে । মাস্টারমশায় শাসন করতেন , ভালবাসতেন না । এটা ঠিক নয় ' , আলোচনা করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।