ডানাকাটা পাখী
ভাসিয়ে দিলাম প্রেমের তরী
মাঝ সমুদ্র জলে ।
তোমার জন্য হৃদয় কাঁদে,
অশ্রু ফোঁটা গলে ।
উচ্চ নাদে ক্রুঁদোন করে ,
অমর ঝরা প্রেম -গুলি ,
তোমার লগি ঝরলো পালক ,
উড়তে আমি যায় ভুলি ।
মাঝ সমুদ্র জলে ।
তোমার জন্য হৃদয় কাঁদে,
অশ্রু ফোঁটা গলে ।
উচ্চ নাদে ক্রুঁদোন করে ,
অমর ঝরা প্রেম -গুলি ,
তোমার লগি ঝরলো পালক ,
উড়তে আমি যায় ভুলি ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন