ওরে মন তুই কথা শোন - আরিফুল ইসলাম সাহাজি
তুই ,বড় অবুঝ ,অবাধ্য
কে বলেছিল তোকে অনুভূতির
শিখরে উঠতে ,কে তোকে বলেছিল
আটলান্টার জমা বরফের টুকরে
ভিজিয়ে দিতে ,বল কে তোকে বলেছিল
এভারেস্টের সর্বোচ্চ চূড়ায় গোলাপ
চারা লাগাতে.......
কেউ বলেনি ,তবু কেন তুই বারবার
গিরি শৃঙ্গ তরঙ্গ ভেদ করে
ছুটে যেতে চাস তার কাছে !
তুই বোকা ,অবুঝ ,বুঝতে চাস না ,
অনুভূতির শিখরে উঠে হৃদতবলা
বাজানো সহজ না !তুই কেন বুঝিস না
আটলান্টার মরু ঝড় তোকে তছনছ
করে দেবে.....
তুই জানিস পাথরে গোলাপ ফোটেনা ,
তাহলে কেন তুই পর্বতরোহীর মত
ছুটে যেতে চাস !
তিরস্কার ,বৃথা ,আজও তুই পথ চেয়ে
স্মৃতিগুলো আকঁড়ে ধরে আছিস ,
ভাবনার অন্তঃপুরে আর কতদিন লালন
করবি......
এবার ভুলে যা ,ওরে মন কথা শোন ,
হৃদঅরণ্যে অহেতুক দাবানলের কি প্রয়োজন !
শুনবি না কথা ,দুর হ
ছেড়ে দে দেহ মোর....
কে বলেছিল তোকে অনুভূতির
শিখরে উঠতে ,কে তোকে বলেছিল
আটলান্টার জমা বরফের টুকরে
ভিজিয়ে দিতে ,বল কে তোকে বলেছিল
এভারেস্টের সর্বোচ্চ চূড়ায় গোলাপ
চারা লাগাতে.......
কেউ বলেনি ,তবু কেন তুই বারবার
গিরি শৃঙ্গ তরঙ্গ ভেদ করে
ছুটে যেতে চাস তার কাছে !
তুই বোকা ,অবুঝ ,বুঝতে চাস না ,
অনুভূতির শিখরে উঠে হৃদতবলা
বাজানো সহজ না !তুই কেন বুঝিস না
আটলান্টার মরু ঝড় তোকে তছনছ
করে দেবে.....
তুই জানিস পাথরে গোলাপ ফোটেনা ,
তাহলে কেন তুই পর্বতরোহীর মত
ছুটে যেতে চাস !
তিরস্কার ,বৃথা ,আজও তুই পথ চেয়ে
স্মৃতিগুলো আকঁড়ে ধরে আছিস ,
ভাবনার অন্তঃপুরে আর কতদিন লালন
করবি......
এবার ভুলে যা ,ওরে মন কথা শোন ,
হৃদঅরণ্যে অহেতুক দাবানলের কি প্রয়োজন !
শুনবি না কথা ,দুর হ
ছেড়ে দে দেহ মোর....
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন