আজও স্বপনে রয়েছি ভোর - আরিফুল ইসলাম সাহাজি
হৃদস্বরতরঙ্গ বিদায় গোধূলি লগ্নে
রণাঙ্গনে আহত সেনানীর মত
মৃত্যুতীর্থের বেনামী বন্দরে হাজিরা
দেওয়ার প্রস্তুতি নিচ্ছে....
ছন্দিত জীবন অন্ধসময়সংহিতায়
আদিম মানুষের মত উলঙ্গ ,
রাক্ষুসে হাওয়ায় ভাব দরিয়ায়
রক্তক্ষরণ ,প্রলয়ের শাঁখ ,
অবসাদের বাঁধন সপ্নকে দেয়না
মাদুর পাততে !
স্বপনে আজও রয়েছি ভোর ,
একতারার ওই একটি তারে
বাজবে আবার - আমারে তুমি
কিসের ছলে পাঠাবে দুরে !
তুমি আমি এক দেহ এক প্রাণ ,
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন