আজও স্বপনে রয়েছি ভোর - আরিফুল ইসলাম সাহাজি

হৃদস্বরতরঙ্গ বিদায় গোধূলি লগ্নে
রণাঙ্গনে আহত সেনানীর মত 
মৃত্যুতীর্থের বেনামী বন্দরে হাজিরা 
দেওয়ার প্রস্তুতি নিচ্ছে....

ছন্দিত জীবন অন্ধসময়সংহিতায় 
আদিম মানুষের মত উলঙ্গ ,
রাক্ষুসে হাওয়ায় ভাব দরিয়ায় 
রক্তক্ষরণ ,প্রলয়ের শাঁখ ,
অবসাদের বাঁধন সপ্নকে দেয়না 
মাদুর পাততে !

স্বপনে আজও রয়েছি ভোর ,
একতারার ওই একটি তারে 
বাজবে আবার - আমারে তুমি 
কিসের ছলে পাঠাবে দুরে !
তুমি আমি এক দেহ এক প্রাণ ,
বিবিধের মাঝে ওই মিলন মহান ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ধীবর বৃত্তান্ত নাটকের প্রধান কুশীলব ধীবরের চরিত্র বিশ্লষণ করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।

পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছেদ ও অদ্ভুত দর্শন বিষয়ক আলোচনা ।

দাম গল্পটি ছাত্র শিক্ষক পবিত্র সম্পর্কের উপর গভীর ছায়াপাত করেছে । মাস্টারমশায় শাসন করতেন , ভালবাসতেন না । এটা ঠিক নয় ' , আলোচনা করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।