চলে যাব ,তবু যত দিন আছি ! - আরিফুল ইসলাম সাহাজি

একদিন চলে যাব ,ফিরব না আর !
দেখতেও আসব না ,পৃথিবীর গোল
পেটের মাঝে চলছে কেমন মানবতার
পীড়ন !

কিন্তু ,
যত দিন আছি ,দেখেও না দেখার ভান
করে মিথ্যাভাষণের সুউচ্চ মিনার গড়ে
নিজেকে গুছিয়ে নিতে পারব না !

হয়ত , শারীরিক শক্তিতে পারব না ,
রুক্ষ্ম আমি ;তুমি মারলে মার খেতে
পারি , তবে কলম থামবে না ভাই ।

প্রেমের কবিতা লিখতে পারি ;
গাইতে পারি সুন্দরের গান ,তবে
কলম তুলে আসে না উপমা ,
আসে না প্রিয়তমার হাস্যকলতান !
ঘুরে ফিরে আসে কলমের আগায়
আমার মায়ের ঝরেপড়া রক্তে গড়া
কোলাজ !

নিঃশব্দে আমি তাই লিখি নীল সমুদ্র এর
ইশারায়................

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ধীবর বৃত্তান্ত নাটকের প্রধান কুশীলব ধীবরের চরিত্র বিশ্লষণ করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।

পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছেদ ও অদ্ভুত দর্শন বিষয়ক আলোচনা ।

দাম গল্পটি ছাত্র শিক্ষক পবিত্র সম্পর্কের উপর গভীর ছায়াপাত করেছে । মাস্টারমশায় শাসন করতেন , ভালবাসতেন না । এটা ঠিক নয় ' , আলোচনা করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।