অসুস্থ আড্ডা - আরিফুল ইসলাম সাহাজি

নিভুন্ত আঁচের মত নিস্তেজ হয়ে
গেছে আমাদের বিবেক ,
ছানি পড়া চোখের ঝাপসা দৃষ্টি
আমাদের ,তাই স্বরলিপি ক্রমশ
অনুচ্চারিত হতে হতে বিলীন
হয়ে যাচ্ছে !

বর্ষার স্নেহাস্পদ বৃষ্টির মত
অনাচারকে গায়ে মাখি ,
নিরুচ্চর মুখতুলে উপরের
দিকে তাকায়.................
অনাথের মুখের দিকে তাকানোর
সময় এখন নয় ,একনম্বর প্লটফর্মে
ফিরবার গাড়ি !

অসুস্থ সমাজ ঘুনধরা দিনরাত ,
হিতকরচিন্তা আর বিমূর্ত যত ভাবনা
চায়ের দোকানেই হয় চর্চা !
i

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ধীবর বৃত্তান্ত নাটকের প্রধান কুশীলব ধীবরের চরিত্র বিশ্লষণ করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।

পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছেদ ও অদ্ভুত দর্শন বিষয়ক আলোচনা ।

দাম গল্পটি ছাত্র শিক্ষক পবিত্র সম্পর্কের উপর গভীর ছায়াপাত করেছে । মাস্টারমশায় শাসন করতেন , ভালবাসতেন না । এটা ঠিক নয় ' , আলোচনা করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।