অসুস্থ আড্ডা - আরিফুল ইসলাম সাহাজি
নিভুন্ত আঁচের মত নিস্তেজ হয়ে
গেছে আমাদের বিবেক ,
ছানি পড়া চোখের ঝাপসা দৃষ্টি
আমাদের ,তাই স্বরলিপি ক্রমশ
অনুচ্চারিত হতে হতে বিলীন
হয়ে যাচ্ছে !
বর্ষার স্নেহাস্পদ বৃষ্টির মত
অনাচারকে গায়ে মাখি ,
নিরুচ্চর মুখতুলে উপরের
দিকে তাকায়.................
অনাথের মুখের দিকে তাকানোর
সময় এখন নয় ,একনম্বর প্লটফর্মে
ফিরবার গাড়ি !
অসুস্থ সমাজ ঘুনধরা দিনরাত ,
হিতকরচিন্তা আর বিমূর্ত যত ভাবনা
চায়ের দোকানেই হয় চর্চা !
গেছে আমাদের বিবেক ,
ছানি পড়া চোখের ঝাপসা দৃষ্টি
আমাদের ,তাই স্বরলিপি ক্রমশ
অনুচ্চারিত হতে হতে বিলীন
হয়ে যাচ্ছে !
বর্ষার স্নেহাস্পদ বৃষ্টির মত
অনাচারকে গায়ে মাখি ,
নিরুচ্চর মুখতুলে উপরের
দিকে তাকায়.................
অনাথের মুখের দিকে তাকানোর
সময় এখন নয় ,একনম্বর প্লটফর্মে
ফিরবার গাড়ি !
অসুস্থ সমাজ ঘুনধরা দিনরাত ,
হিতকরচিন্তা আর বিমূর্ত যত ভাবনা
চায়ের দোকানেই হয় চর্চা !
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন