আম চুরি - নাসিরুদ্দিন

আম খেতে ভাই দারুন লাগে ,
আঁটির থেকেও আঁশ ।
সত্য কথা বলব কি মোর ,
নেইকো আমের চাষ ।


তাই বোলেকি জোষ্টি মাসে ,
হবেনা ভোজন ভুরি ।
ভরদুপুরে বাগান থেকে ,
আম করব চুরি ।


এই না ভেবে যেই না আমি ,
পাড়তে গেছি ফল ।
অমনি আমার করল তাড়া ,
চৌকিদারের দল ।


চুরি করে লাভ নেইকো ,
আমার সই না গুঁতো-গুতি।
এর চেয়েতে দারুন ভালো ,
একটা আমের চারা পুঁতি !

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ধীবর বৃত্তান্ত নাটকের প্রধান কুশীলব ধীবরের চরিত্র বিশ্লষণ করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।

পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছেদ ও অদ্ভুত দর্শন বিষয়ক আলোচনা ।

দাম গল্পটি ছাত্র শিক্ষক পবিত্র সম্পর্কের উপর গভীর ছায়াপাত করেছে । মাস্টারমশায় শাসন করতেন , ভালবাসতেন না । এটা ঠিক নয় ' , আলোচনা করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।