ইমরোজ সোহেলের ধারাবাহিক কলাম : প্রেম সিরিজ
প্রেম
১.
নন্দিত ওই হাতের চাবি তোমার-----আমায় দেবে?
একটুখানি খুলতে যদি পারো তোমার শূন্য ঘর
এখনও কেন আমাকে ভাবছো পর?
ঠোঁট চিনেছি,অনামিকার তিলের মতো মিষ্টি কথার
ঝড় চিনেছি পায়ের পাতার চিহ্ন ছুঁয়ে দূরে যাওয়ার
মন্ত্রটুকু, তাও শিখেছি,
এখন আমায় কে আটকাবে? পিছুটানের অর্ঘ্য দিয়ে
নৈবদ্য কে সাজাবে?
আমি এখন পায়রা হবো
মেঘের থেকে জল উপড়ে এনে তোমাকে দেবো,
তোমার আগুন নিবিয়ে দেবো এক পলকে আর
দেরি নয়,লক্ষি মেয়ে হাতটি ধরো লকলকে ওই
হৃদয় দিয়ে একটুখানি আমায় পড়ো!
লেখাটি টাইপ করেছেন পবিত্র পাত্র এবং এডিটিং করেছেন সম্পাদক :আরিফুল ইসলাম সাহাজি ।
১.
নন্দিত ওই হাতের চাবি তোমার-----আমায় দেবে?
একটুখানি খুলতে যদি পারো তোমার শূন্য ঘর
এখনও কেন আমাকে ভাবছো পর?
ঠোঁট চিনেছি,অনামিকার তিলের মতো মিষ্টি কথার
ঝড় চিনেছি পায়ের পাতার চিহ্ন ছুঁয়ে দূরে যাওয়ার
মন্ত্রটুকু, তাও শিখেছি,
এখন আমায় কে আটকাবে? পিছুটানের অর্ঘ্য দিয়ে
নৈবদ্য কে সাজাবে?
আমি এখন পায়রা হবো
মেঘের থেকে জল উপড়ে এনে তোমাকে দেবো,
তোমার আগুন নিবিয়ে দেবো এক পলকে আর
দেরি নয়,লক্ষি মেয়ে হাতটি ধরো লকলকে ওই
হৃদয় দিয়ে একটুখানি আমায় পড়ো!
লেখাটি টাইপ করেছেন পবিত্র পাত্র এবং এডিটিং করেছেন সম্পাদক :আরিফুল ইসলাম সাহাজি ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন