বিষ - ইমরোজ সোহেল
চাই
সভ্যতা হাত পেতে আছে ,আমি হেঁটে হেঁটে
তার দিকে যাবো
কিছু বিষ আমি ঝুলি থেকে বার করে তাহাকেও
দেবো
প্রতিদিন জন্ম হয় বিষ থেকে বিষের বাছুর ,
হাম্বা হাম্বা ডাকে ,
দুধের বদলে আমি তাকে বিষ দিয়ে করি আপ্যায়ন
সাপ কাছে আসে ,তাকে বলি , বিষ খেয়ে থাক
পাপ কাছে আসে খালি হাতে ,তাকে বলি তোকে আজ
কিচ্ছু দেবো না ,অভুক্ত কাকের মত কা কা বলে ডাক !
বিষের থালায় অমৃত ঢেলে দেবো কিছু
বিষ আর অমৃত মিলে মিশে আর
একবার হবে একাকার ,
দুধের সাথে কি কভু কাঁচা লঙ্কা মেশে ?
আগুনের সঙ্গে জলের আজন্ম শত্রুতা ,জেনেছে
আঁধার ,
একথা সাতজন্ম সাধনার পর
আমিও জেনেছি শেষে
তুমি প্রতিদিন কাছে আসলেও থেকে যাবে পর !
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন