ক্রসিং - রজত ঘোষ


পাশাপাশি দুটো রেললাইনের মত
         এগিয়ে চলেছে আমাদের সম্পর্ক                    এক একটা ক্রসিং আসে ,আমরা
দুজন দুজনকে কাটাকুটি করি
আবার এগিয়ে চলি আগের মত -
সমান্তরাল,অনুভূমিক।
ওভারহেড তারে এসে আটকে যায়
 একটা ভোকাট্টা ঘুড়ি ।


ঝিঁঝিঁ পোকার ডাকে রাত নামলে আমরা
                পাশাপাশি শুয়ে চাঁদ দেখি
নিজেদের মনে করি অরুন্ধতী - কালপুরুষ
যাদের উৎস এক ।গন্তব্যও এক ।
শুধু মাঝের জীবনটার মানে
          ভোকাট্টা ঘুড়ির দিকে তাকিয়ে থাকা আর ,
অন্তহীন অপেক্ষা ,পরবর্তী ক্রসিং এর - জন্য ।
                     

                               


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ধীবর বৃত্তান্ত নাটকের প্রধান কুশীলব ধীবরের চরিত্র বিশ্লষণ করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।

পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছেদ ও অদ্ভুত দর্শন বিষয়ক আলোচনা ।

দাম গল্পটি ছাত্র শিক্ষক পবিত্র সম্পর্কের উপর গভীর ছায়াপাত করেছে । মাস্টারমশায় শাসন করতেন , ভালবাসতেন না । এটা ঠিক নয় ' , আলোচনা করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।