মৃত্যু মিছিলে চাপা কান্না - আরিফুল ইসলাম সাহাজি


 যন্ত্রনার কালিমাখা সময়ে
  গণকবরের গর্ভে প্রতিধ্বনিত হয়
 শতাব্দীর যুগ যন্তনা
   অসহ দহন আর জাতপাতের খেলা ।


 ৈবকালী সূর্যের রক্তিম আভা
   আর কুয়াশার দীর্ঘশ্বাসের অন্তরালে
   চাপা পড়ে মানবতা !


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ধীবর বৃত্তান্ত নাটকের প্রধান কুশীলব ধীবরের চরিত্র বিশ্লষণ করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।

পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছেদ ও অদ্ভুত দর্শন বিষয়ক আলোচনা ।

দাম গল্পটি ছাত্র শিক্ষক পবিত্র সম্পর্কের উপর গভীর ছায়াপাত করেছে । মাস্টারমশায় শাসন করতেন , ভালবাসতেন না । এটা ঠিক নয় ' , আলোচনা করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।