দুই পৃথিবী
ব্যালকনির ওপারে
বৃষ্টিস্নাত সবুজ পৃথিবী
আর এপারে ধুসর।
মুখমুখি দাঁড়িয়ে
একে অন্যের দোসর।
ওপারে গ্রীষ্ম-বর্ষা
প্রকৃ্তির নিয়ম মানে,
এপারে দীর্ঘায়িত গ্রীষ্ম,
আর বর্ষা যে কাকে বলে
কে জানে?
ওপারে বৃষ্টিধারা
সবুজকে দিচ্ছে আরও
উজ্জ্বলতা।
এপারে খাঁচার কংক্রিট
আর লোহার গ্রীল,
নিজেরা রঙীন
ঘিরে রাখা পৃথিবীটা
রঙচটা।
রঙ চটেছে ভালো-বাসার
রঙ চটেছে ভালোবাসার
রঙ চটেছে অনুভূতি আর
আত্মীয়তার।
ফিরে পেতে সবুজ-রঙা রঙীন
জীবন
যাই ভিজে আর হাট খুলে দিই
লৌহ-দুয়ার!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন