আমি পারবো না - ১ : আরিফুল ইসলাম সাহাজি
গহীন বনের মাঝে একাকী ,
একাকীত্বের দ্বীপে বসে ভাবছি অনেক কথা
কখনো ফিরে যাচ্ছি জীবনের স্মৃতিমাখা গাঙে
জনগণমন্দ্রিত কোন এক ব্রক্ষ্মমুহূর্তে
সমস্ত হৃদয়জুড়ে জেগে উঠছে
দীর্ঘশ্বাসের অন্তরালে এক উন্মাদনা ,
রাতপাখিদের ডাকে দুর্বার ঝড়ো বাতাসে
হিয়ার মাঝে আছড়ে পড়ছে এক নিবিড় শান্তিনিলয় ,
হঠাৎ হৃদিমাঝে টং টং করে কে যেন
উঠল বলে "ভুলি নাই ,ভুলি নাই প্রিয়া "
মনে পড়ল তোমার কথা ,অন্ধকার রাত্রিতে
তোমার সপ্নকে ছুঁড়ে ফেলে দিয়ে
আমি কি পারবো ,
নাগা সন্নাসী হয়ে বাঁচতে !
পারবো না ,
কিছুতেই পারবো না আমি
তোমায় ছাড়া থাকতে ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন