আমি পারবো না - ১ : আরিফুল ইসলাম সাহাজি


গহীন বনের মাঝে একাকী ,
  একাকীত্বের দ্বীপে বসে ভাবছি অনেক কথা
 কখনো ফিরে যাচ্ছি জীবনের স্মৃতিমাখা গাঙে
  জনগণমন্দ্রিত কোন এক ব্রক্ষ্মমুহূর্তে
সমস্ত হৃদয়জুড়ে জেগে উঠছে
দীর্ঘশ্বাসের অন্তরালে এক উন্মাদনা ,
 রাতপাখিদের ডাকে দুর্বার ঝড়ো বাতাসে
 হিয়ার মাঝে আছড়ে পড়ছে এক নিবিড় শান্তিনিলয় ,
হঠাৎ হৃদিমাঝে টং টং করে কে যেন
উঠল বলে "ভুলি নাই ,ভুলি নাই প্রিয়া "
   মনে পড়ল তোমার কথা ,অন্ধকার রাত্রিতে
  তোমার সপ্নকে ছুঁড়ে ফেলে দিয়ে
আমি কি পারবো ,
নাগা সন্নাসী হয়ে বাঁচতে !

পারবো না ,
কিছুতেই পারবো না আমি
 তোমায় ছাড়া থাকতে ।

                               

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ধীবর বৃত্তান্ত নাটকের প্রধান কুশীলব ধীবরের চরিত্র বিশ্লষণ করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।

পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছেদ ও অদ্ভুত দর্শন বিষয়ক আলোচনা ।

দাম গল্পটি ছাত্র শিক্ষক পবিত্র সম্পর্কের উপর গভীর ছায়াপাত করেছে । মাস্টারমশায় শাসন করতেন , ভালবাসতেন না । এটা ঠিক নয় ' , আলোচনা করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।