এ আমার দেশপ্রেম - উজ্জ্বল


সোনালি ধানের ক্ষেতে,....
ভোরের সূর্যোদয় ,
শিউলি ফুলের গন্ধে মেতে,...
নব বসন্ত ডেকে কয়,
    হৈ হৈ রবে...
   মাতিয়া ওঠো সবে।।

এই ভাবে প্রতিদিন ,
কাটিতেছিলো দিন,।।

সহসা উঠিল রল
কোথা হতে এল হায়
বাণিজ্যের অছিলায়
যমদূত সম ইংরেজ দল।।

কি আর কহিব জননী
তাদের বর্বরতার কথা
তারা তো তোমাকেও মানেনি
তোমার সন্তানদের দিয়েছে ব্যাথা।।

কখনও বা দাসত্ব করে,
কখনও বা অনাহারে
রক্ত চক্ষুর করাল থাবায়,,,
ওই হিংস্রদের বর্বরতায়
প্রাণ দিয়েছে কত বীরের দল
ঝড়িয়ে মায়ের চোখের জল।।

সেই লড়াইয়ের সাক্ষী দিতে
স্বজন হারানোর কান্না কাঁদিতে
হিরোসিমা আর নাগাসাকিতে
আজও কাঁদে আমাদের অন্তর
কাঁদে আজও পলাশির প্রান্তর ।।

কত বীরের রক্তে রয়েছে গাথা,
যাদের তরে এই স্বাধীনতা পেলাম,
ভুলিনি মাগো তোমার ব্যাথা,,
হে ভারত মাতা, তোমাকে সেলাম ।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ধীবর বৃত্তান্ত নাটকের প্রধান কুশীলব ধীবরের চরিত্র বিশ্লষণ করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।

পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছেদ ও অদ্ভুত দর্শন বিষয়ক আলোচনা ।

দাম গল্পটি ছাত্র শিক্ষক পবিত্র সম্পর্কের উপর গভীর ছায়াপাত করেছে । মাস্টারমশায় শাসন করতেন , ভালবাসতেন না । এটা ঠিক নয় ' , আলোচনা করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।