'পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন 'কবিতায় প্রথাগত প্রচলিত ইতিহাসের যথার্থতা বিষয়ক প্রশ্ন - আলোচক আরিফুল ইসলাম সাহাজি
শঙ্খ ঘোষ অনূদিত জার্মান সাহিত্য সাধক বেটোর্ল্ট ব্রেখট' পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন 'নামক অনূদিত কবিতায় প্রথাগত ইতিহাসের বিরুদ্ধে বেশ জোরালো একগুচ্ছ প্রশ্ন পাঠক দরবারে উন্মোচিত করেছেন ।আধুনিক গবেষকদের মতে প্রচলিত ইতিহাস
যেখানে রাজা বাদশা সেনাপতিদের কৃতি সোনার অক্ষরে লিপিবদ্ধ হয়েছে ,আসলে তা যথার্থ নয় ।ইতিহাস গবেষক তপনমহান চট্র্রপাধ্যায় তাঁর 'পলাশীর যুদ্ধ ' নামক প্রামাণ্য গ্রন্থে এ বিষয়ে উল্লেখ করেছেন -'সম্প্রতি একটা রব উঠেছে আমাদের সমস্ত ইতিহাস রচনা নাকি এ পর্যন্ত ভুল পদ্ধতিতে হয়ে এসেছে ।.......ইতিহাস বলতে স্বভাবত আমাদের রাজা বাদশার যুদ্ধ বিগ্রহের বিপ্লব ষড়যন্ত্রের কথাই জাগে , ......কিন্তু ইতিহাস তো নিতান্ত একপেশে ব্যাপার ।মানুষের বিরাট জীবন প্রবাহের সঙ্গে এর সম্বন্ধ কতটুকু ?''(দেজ পাবলিশিং 2014 )।কবি সমগ্র কবিতায় এ বিষয়টিই দার্শনিক সুলভ দৃষ্টিভঙ্গিতে উপস্থাপন করেছেন ।
আগের স্তবকেই বলা হয়েছে ইতিহাস মানে রাজা বাদশার নানান একক কৃতি , সে হতে পারে চীনের প্রাচীর বানাতে চৌ বংশের শিহুয়াংতির কৃতি কিম্বা গ্রিসের সাত দরজাওয়ালা থিবস নির্মণের কাহিনী অথবা গ্রীকবীর আলেকজান্ডারের ভারতবিজয়ের মহান কৃতি ,বা স্পেনের আর্মাডা নৌবহর এর ধংসে দ্বিতীয় ফিলিপের ক্রন্দন ! এমন করে বাইজানটিয়ান
সভ্যতার সমৃদ্ধিতে রোমসম্রাট কন্সট্যান্টিপোল এর কৃতি , বা রোমের উৎকর্ষ এ জুলিয়াস সিজারের নাম এভাবেই ইতিহাসের পাতায় পাতায় জয় পরাজয়ের কাহিনী লিপিবদ্ধ আছে - কবির প্রশ্ন এখানেই ,
এই ইতিহাস কি পরিপূর্ণ ! ইতিহাস সচেতন কবির কয়েকটি প্রশ্ন -
১. ''কে বানিয়েছিল সাত দরজাঅলা থিবস ? বইয়ে লেখো রাজার নাম / রাজারা কি পাথর ঘাড়ে করে আনত ?''
২.''ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার
একলাই নাকি ?''
কবির মতে আমাদের প্রচলিত ইতিহাস বড় একপেশে !
মানুষের বিরাট জীবনপ্রবাহ থেকে সম্পূর্ণ পৃথক ও সম্পর্কহীন ।মানুষের দিনকে দিনের জীবনযাত্রার কথা ,তার সুখ দুঃখের কথা ,তার খাদ্যাভাস পোশাক পরিচ্ছেদ এর কথা ,ধর্ম অধর্মের কথা ,শিল্প কারুকার্য এর কথা , এ সবের কথায় আসল ইতিহাস ।
This subject all inoculated plz
উত্তরমুছুন