নিরুনি দিয়ে উপরে ফেলতে চাও - আরিফুল ইসলাম সাহাজি
দুঃশাসনের মত বস্ত্রহরণ করতে চাও ?
নিরুনি দিয়ে উপরে ফেলতে চাও পুরানো দিনগুলো ?
তেপান্তরের মাঠ পেরিয়ে চকচকে রাজপথে এসে দাঁড়িয়েছি , এখানে গাছ নেই একটিও
ন্যাড়া রোদ এসে পড়ছে পায়ের কাছে
শূন্যতার পর শূন্যতার অনুবৃত্তি
একটু পড়ে সূর্য ঢলে পড়বে পশ্চিমে
কৃত্তিম আলোয় চিক চিক করবে স্তব্দ আঁধার
জোনাকি নেই ,নেই মিটিমিটি আলোর বুদবুদ ।
নগরায়ন ! শ্বাস নিতে কষ্ট হয়
ফিরিয়ে দাও রঙ্গিন দিনগুলো ! জাহাজের কাপ্তেন ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন