কুকুর বৃত্তান্ত - আরিফুল ইসলাম সাহাজি



বরাবর আমি অসম্ভব শান্ত , গায়ে মাখি না সব :
কথাও খুব কম বলি ।
বেশ কিছুদিন দেখছি হঠাৎ হঠাৎ খুব রেগে যাচ্ছি ,
নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে পারছি না ।

গত কয়েকদিন আগে একটা কুকুর ,
সম্প্রতি হন্যে হয়েছে : দৌড়ে আমাকে কামড়াতে এল ,আমিও  ছুটে গেলাম খেঁটে লাঠি নিয়ে ....কুকুর পিঠিয়ে মারব বলে ।
রাগ ঠান্ডা হলে বুঝলাম ,কুকুর ও তো কামড়াতে আসবেই ,আমি কেন কুকুর পেটাতে গেলাম !

এখন ঠিক করেছি ,কুকুর কামড়াতে এলে আর ছুটে যাব না , দুর থেকে ওর বিচিতে পাথর ছুঁড়ে মারব ,আর ও ঘেউ ঘেউ করবে ..............
কি মজা !

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ধীবর বৃত্তান্ত নাটকের প্রধান কুশীলব ধীবরের চরিত্র বিশ্লষণ করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।

পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছেদ ও অদ্ভুত দর্শন বিষয়ক আলোচনা ।

দাম গল্পটি ছাত্র শিক্ষক পবিত্র সম্পর্কের উপর গভীর ছায়াপাত করেছে । মাস্টারমশায় শাসন করতেন , ভালবাসতেন না । এটা ঠিক নয় ' , আলোচনা করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।