সব পাল্টে যাচ্ছে ...
সব পাল্টে যাচ্ছে
পাল্টে যাচ্ছে আমার সকাল বিকেল ,পাল্টে যাচ্ছে সন্ধ্যা রাত্রি
পাল্টে যাচ্ছে বইয়ের পাতা
পাল্টে যাচ্ছে ঝিলের জল ,বিলের শামুক উঠছে ক্ষেতে
পাল্টে যাচ্ছি নিজে নিজেই
পাল্টে যাচ্ছে বনকুসুমের গন্ধ ,বনবিছুটি লতা উঠছে না জানলা বেয়ে
পাল্টাচ্ছে সব ,ডুমুর গাছের রাতজাগা পাখির ডাক ।ইছামতির উপরে কাশফুলের দুলুনি ।শিয়ালের ডাক ।
সব পাল্টে যাচ্ছে ।আমার দেশ ।আমার পড়া ইতিহাস ॥
পাল্টে যাচ্ছে আমার সকাল বিকেল ,পাল্টে যাচ্ছে সন্ধ্যা রাত্রি
পাল্টে যাচ্ছে বইয়ের পাতা
পাল্টে যাচ্ছে ঝিলের জল ,বিলের শামুক উঠছে ক্ষেতে
পাল্টে যাচ্ছি নিজে নিজেই
পাল্টে যাচ্ছে বনকুসুমের গন্ধ ,বনবিছুটি লতা উঠছে না জানলা বেয়ে
পাল্টাচ্ছে সব ,ডুমুর গাছের রাতজাগা পাখির ডাক ।ইছামতির উপরে কাশফুলের দুলুনি ।শিয়ালের ডাক ।
সব পাল্টে যাচ্ছে ।আমার দেশ ।আমার পড়া ইতিহাস ॥
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন