রবীন্দ্রনাথ ঠাকুরের' দুই বিঘা জমি'র উপেন একক ব্যক্তি নন ,বরং অত্যাচারিত অসহায় মানুষের আদর্শ প্রতিভূ হয়ে উঠেছে : আলোচনায় আরিফুল ইসলাম সাহাজি
বাংলা সাহিত্যের সবচেয়ে প্রজ্বলিত নক্ষত্র রবীন্দ্রনাথ ঠাকুর ।দুই বিঘা জমি 'কবিগুরুর অমর সৃষ্টি ।হতভাগ্য উপেণের লাঞ্ছিত জীবন এবং জন্মভূমির প্রতি ভালবাসা মুখ্য হয়ে ধরা দিয়েছে ।
অভাগা উপেন জমিদারের কূট বুদ্ধি ও হিংস্র স্বার্থের কাছে নতস্বীকার করে ।আজন্মলালিত শেষ সম্বল দুই বিঘা হারিয়ে সর্বশান্ত হয় ।সাতপুরুষের ভিটে ।সোনার চেয়ে দামী ,দুই বিঘা জমি হারিয়ে নানা প্রান্ত ,নানা
অভাগা উপেন জমিদারের কূট বুদ্ধি ও হিংস্র স্বার্থের কাছে নতস্বীকার করে ।আজন্মলালিত শেষ সম্বল দুই বিঘা হারিয়ে সর্বশান্ত হয় ।সাতপুরুষের ভিটে ।সোনার চেয়ে দামী ,দুই বিঘা জমি হারিয়ে নানা প্রান্ত ,নানা
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন