আমরা সবাই শব্দচারী - তৈমুর খান




images%2B%252814%2529

<script async src="//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
<!-- babun -->
<ins class="adsbygoogle"
     style="display:block"
     data-ad-client="ca-pub-8859464621580427"
     data-ad-slot="7736028175"
     data-ad-format="auto"
     data-full-width-responsive="true"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

</script>


একুশের মাঠে

এক একটি বৃক্ষের ফুল ফোটে

এক একটি পাতায় ডালে ডালে

বাংলা ভাষা কথা বলে

বৃক্ষদের কত কত নাম

বরকত রাফিক জব্বার সালাম

সবাই ভাষাকে ধরে মুঠো মুঠো

ছড়িয়ে দেয় মাঠময়

  মাঝি - নৌকো কৃষক - লাঙল চড়ুই - খড়কুটো

ভাষারা অনন্ত হয়ে জন্ম দেয় গান

ঘরে ঘরে ভাষাদের দুরন্ত সন্তান

আজ সব বৃষ্টি রোদে হাসি কান্নায়

ভাষারা ঐশ্বর্যময়, ভাষাদের জয়

আমাদের সব আলো জ্বলে গাছে গাছে

ভাষাদের আলো সব, অশ্রু আর রক্তে মিশে আছে

একুশের সন্নিধানে উঠে আসে সুর

আবেগের পাখিগুলি ওড়ে হৃদয়পুর

ইতিহাসের নিভৃত বাগানে

         শ্রদ্ধা এবং সম্পর্কের টানে

            আমরা রচনা করি মুগ্ধ বিশ্বাস

জেগে থাকি অক্লান্ত ভাষার ইতিহাস


পথ জুড়ে ভাষাবিশ্ব, মন জুড়ে সৈনিক নিষাদ

আমরা সবাই শব্দচারী, সফল তিরন্দাজ

বসন্ত রচনা করি, বাসন্তীর আশ্চর্য বোধে

চৈতন্যের দরজা খুলে উপলব্ধিকে ডাকি উঠোনের রোদে

কালের সীমানা মুছে নিত্য মহাকালে

সংশপ্তক হয়ে দাঁড়াই ভাষার ছেলে

এইখানে এসে ডাকো যদি

          সাড়া পাবে, সাড়া পাবে অনন্ত কন্ঠস্বর

      একুশের তারুণ্যে ভরে আছে সব ঘর

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ধীবর বৃত্তান্ত নাটকের প্রধান কুশীলব ধীবরের চরিত্র বিশ্লষণ করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।

পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছেদ ও অদ্ভুত দর্শন বিষয়ক আলোচনা ।

দাম গল্পটি ছাত্র শিক্ষক পবিত্র সম্পর্কের উপর গভীর ছায়াপাত করেছে । মাস্টারমশায় শাসন করতেন , ভালবাসতেন না । এটা ঠিক নয় ' , আলোচনা করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।