বামপন্থার বিলুপ্তি ঘটলে ধর্মনিরপেক্ষ শক্তিগুলি জোর ধাক্কা খাবে - আরিফুল ইসলাম সাহাজি


Bamponthi movement
বর্তমান সময় ও পেক্ষাপটে ধর্ম
 ও রাজনীতি এক সারণীতে এসে উপনীত হয়েছে
 ।কোন কোন ক্ষেত্রে তো ধর্মকে রাজনীতিরও 
উদ্ধে রাখা হচ্ছে ।ধর্ম ও রাজনীতি পৃথক মেরুর ।
একটি অভ্যন্তরীণ অন্যটি সর্বজনীন ।পাশাপাশি 
থাকলেই সংঘাত ।দুঃখের বিষয় ধর্ম এখন 
রাজনীতির বর্ম ।তৈরি করা হচ্ছে মেরুকরণের 
জটিল ব্যাকরণ ।বিভ্রান্তি ছড়াচ্ছে সমগ্র ভারতীয়
 জনসমাজে ।পাশাপাশি সমান্তরাল ভাবে চলা
 দুটো মতাদর্শগত অবস্থানের একটির   ভিত্তি
 শক্ত হলে অন্যটি দুর্বল হয়ে পড়ে ।ঠিক তেমনি
 ধর্মভিত্তিক রাজনীতির বাড়াবাড়িতে
 ধর্মনিরপেক্ষশক্তির শিকড় কিছুটা হলেও 
আলগা হয়ে যাচ্ছে ।অবস্থাকে  আরও ঝুঁকিপূর্ণ 
করে তুলছে বামপন্থী শক্তিগুলোর রুগ্নতা ।

ধর্মভিত্তিক শক্তিগুলোর দৌরাত্ম
 রুখতে ধর্মনিরপেক্ষ শক্তিগুলোর সক্রিয়তা
 দরকার ।প্রয়োজনে একছাতার তলায় আসতে 
হবে ।বামপন্থা ধর্মনিরপেক্ষ শক্তিগুলোর অন্যতম 
একটি প্রতিভূ ।এই সংকটময় সময়ে বামপন্থী 
শক্তিগুলির পতনোন্মুখ যাত্রা ধর্মনিরপেক্ষ 
শক্তিগুলোর জন্য জোর ধাক্কা খাবে সন্দেহ নেই ॥

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ধীবর বৃত্তান্ত নাটকের প্রধান কুশীলব ধীবরের চরিত্র বিশ্লষণ করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।

পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছেদ ও অদ্ভুত দর্শন বিষয়ক আলোচনা ।

দাম গল্পটি ছাত্র শিক্ষক পবিত্র সম্পর্কের উপর গভীর ছায়াপাত করেছে । মাস্টারমশায় শাসন করতেন , ভালবাসতেন না । এটা ঠিক নয় ' , আলোচনা করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।