মহামতি গৌতম বুদ্ধের অহিংস নীতি পরিত্যাগ করে নৃশংস হয়ে উঠছে কেন বৌদ্ধরা ! - আরিফুল ইসলাম সাহাজি
প্রাচীন ভারতের সামাজিক অবক্ষয় ,নির্মম পশুবলি ,ও মানবপীড়ন দেখে বিচলিত হয়ে উঠেছিলেন মহামতি গৌতম বুদ্ধ ।মানুষের মুক্তির জন্য প্রবর্তন করলেন নিজস্ব এক ধর্মীয় বিধান ।যা পরবর্তীতে বৌদ্ধধর্ম দর্শন নামে পরিচিতি পায় ।চারটি মূলনীতির সঙ্গে জুড়ে দেওয়া হয় অহিংসাকে । ঘোষিত হল - 'সব্বে সত্তা সুখীতা ভবন্ত',(অর্থ -বিশ্বের সকল প্রাণী সুখী হোক )।ক্ষুদ্রতম প্রাণীর প্রানহরণও মহাপাপ ।কেননা ,মহামতি বুদ্ধের মতে ,সকলেই মৃত্যুকে ভয় পায় ।সকলের কাছে প্রানই প্রিয় ।সুতারং ,কেউ অন্যকে আঘাত করবে না বা মৃত্যুর কারণ হবে না ।গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ,বৌদ্ধ দর্শন অনুযায়ী ,অহিংসা হল মানবাত্মার সর্বোত্তম বহিঃপ্রকাশ ।সকল জীবন্ত সত্তাকে ভালবাসার কথা ,শাশ্বতপ্রেমের উপর সর্বাধিক গুরুত্ব আরোপিত হয়েছে ।
দুঃখের ও পরিতাপের বিষয় ,মহামতি গৌতমের অহিংস নীতি থেকে কয়েক আলোকবর্ষ দূরে অবস্থান করছে বর্তমান সময়ের
বৌদ্ধরা ।মায়ানমার ,শ্রীলঙ্কা ,চীন প্রভৃতি বৌদ্ধ অধ্যুষিত দেশে নির্যাতনের স্বীকার হচ্ছেন লক্ষ লক্ষ নিরীহ মুসলিম ।অত্যাচারের বহর কতটা নৃশংস ,ইন্টারনেটের দৌলতে রোহিঙ্গা নিধনের ভিডিও ক্লিপিন গুলি তার প্রমাণ ।একবিংশ শতাব্দীর চরম মানব উন্নয়নের যুগে মানবহত্যাকেই তাঁরা অগ্রাধিকার দিচ্ছে ।বিশ্বের শান্তিকামী মানুষের কাছে হয়ে উঠছে ভয়ংকর ত্রাস ।
বৌদ্ধ জঙ্গি ভিক্ষু অশিন উইরাথু ও মা বা থার মত জঙ্গি সংঘটন গুলির উস্কে দেওয়া বিদ্বেষ এই সংকটের মূল কারণ ।সম্প্রতি শ্রীলঙ্কায় বৌদ্ধ হামলায় মুসলিম নির্যাতন এর নবতম সংযোজন ॥
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন