মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নামকরণ নবাব সিরাজউদ্দৌলার নামে নামাঙ্কিত করা হোক -আরিফুল ইসলাম সাহাজি
মুর্শিদাবাদে নির্মিত হবে শিক্ষার শ্রেষ্ঠ দেবালয় বিশ্ববিদ্যালয় ,রাজ্য সরকারের এ ঘোষণা সমগ্র রাজ্যবাসীকে পুলকিত করেছে সন্দেহ নেই ।এতদিন বিশ্ববিদ্যালয়ের অভাব ,বৃহৎ সীমা ,জনসংখ্যার বিপুলতা ও যোগাযোগের নিন্ম সংযোগ জেলার শিক্ষার্থীদের মর্মপীড়া কারণ ছিল ।উচ্চশিক্ষার জন্য ছুটতে হতো পার্শ্ববর্তী জেলার বিশ্ববিদ্যালয়গুলিতে ।সেদিক থেকে এ সিদ্ধান্ত শিক্ষাক্ষেত্রে যুগান্তর আনতে সক্ষম হবে ও জেলার শিক্ষাসংকট নিরসনে ইতিবাচক ভূমিকা নেবে তা অনুমেয় ।
<script async src="//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
<!-- babun -->
<ins class="adsbygoogle"
style="display:block"
data-ad-client="ca-pub-8859464621580427"
data-ad-slot="7736028175"
data-ad-format="auto"
data-full-width-responsive="true"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>
বিশ্ববিদ্যালয়ের নামকরণ কি হবে ! শিক্ষাদপ্তর থেকে এ বিষয়ে এখনো পর্যন্ত কোন ইঙ্গিত পাওয়া যায়নি ।মুর্শিদাবাদের অতীত ঐতিহ্য ও ইতিহাস সম্পর্কে আমরা অবহিত আছি ।একটা সময় বাংলা ,বিহার ও ওড়িশার নবাব সিরাজউদ্দৌলার রাজধানী নগর ছিল প্রান্তিক এই জেলাটি ।যার ঐতিহ্য আজও বর্তমান ।আত্মীয় ও সভাসদ্দের বিশ্বাসঘাতকতায় সিংহাসন চ্যুত হন ভাগ্যহত নবাব ।পরবর্তীকালে মীরজাফরের বংশপ্রতিনিধিদের হাতে ধ্বংস হয় সিরাজের স্মৃতি স্মারকের সবটুকু ।মুর্শিদাবাদে নবাব সিরাজের স্মৃতি প্রায় বিলুপ্তি ঘটেছে ।নবাব সিরাজের আত্মত্যাগকে স্মরণে রেখে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম নবাব সিরাজের নামে নামাঙ্কিত হোক ॥
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন