এ কোন পৃথিবী ? যেখানে নেই জীবনের মূল্য কানাকড়ি ! - আরিফুল ইসলাম সাহাজি



পৃথিবীতে মানুষ্য সমাগমের আদিপর্বে মানুষ ও বন্য জন্তুর মধ্যে বিশেষ তফাত ছিল না ।উভয়ের মধ্যে ছিল একই রকম বন্যতা ।পরবর্তীতে মানুষ নিজস্ব ছন্দে জগত সংসারে শ্রেষ্ঠত্ব আসন দখল করেছে ।জঙ্গল থেকে উঠে এসেছে সুদৃশ্য নগরীতে ।বিজ্ঞানের মহৎ কল্যাণে মানব জীবনের প্রতিটি ক্ষেত্র হয়ে উঠেছে উৎকর্ষময় ।আবিষ্কৃত হয়েছে নিত্য নতুন যন্ত্র ।সেই যন্ত্র দ্বারা পরিচালিত হতে হতে মানুষ রূপান্তরিত হচ্ছে যন্ত্রমানবে ।হৃদয়ের গভীরে জমা হচ্ছে জান্তবিক উচ্ছ্বাস ।অবদমিত হচ্ছে মনের সকল সুকুমার বৃত্তিসমূহ ।মানবসত্ত্বার সৎ অনুভূতি পদস্খলিত হতে হতে উপনীত হয়েছে অবনমনের  চূড়ান্ত স্থরে ।যা অনেক ক্ষেত্রে বন্যজন্তুর হিংস্রতাকেও হার মানায় ।
প্রায় প্রতিদিন প্রতিমুহুর্ত ই_মাধ্যমের কল্যাণে আমরা সাক্ষী থাকছি হাজার আফরাজুলের  নিষ্টুর হত্যার ঘটনার ।বধূনির্যাতন ,বৃদ্ধ মা বাবাকে বাড়ি থেকে বিতরণ আজ নিতান্ত মামুলি ঘটনা ।

<script async src="//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
<!-- babun -->
<ins class="adsbygoogle"
     style="display:block"
     data-ad-client="ca-pub-8859464621580427"
     data-ad-slot="7736028175"
     data-ad-format="auto"
     data-full-width-responsive="true"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>

মানবহত্যা অতি সাধারণ একটি ব্যপার ।শিশুহত্যাও ব্যতিক্রমী ঘটনা নয় ।গোষ্টীগত হত্যাও সংঘটিত হচ্ছে রাজনীতিক কেষ্ট বিস্টুদের দুষ্ট ইন্ধনে ।মানবপীড়নের হোতারাই  ভূষিত হচ্ছে শান্তির নোবেলে । যন্ত্র আবিষ্কার করতে করতে ক্লান্ত মানুষ নিজেই হয়ে উঠেছে যন্ত্রদানব ।তৈরি করে ফেলেছে বোমারু বিমান ,হাইড্রোজেন - পারমাণবিক বোমাসহ উন্নত অস্ত্রসরঞ্জাম ।পরীক্ষা করবার ক্ষেত্র হিসাবে সচেতন ভাবে বেছে নেওয়া হচ্ছে  মধ্যপ্রাচ্যর বৃহৎতর মুসলিম বিশ্বকে ।বোমারু হানার নরকযন্তনার মুখোমুখি দাঁড় করানো হচ্ছে সিরিয়ার ভাগ্যহত শিশু - নারী -পুরুষদের ।রোহিঙ্গা গণহত্যার ভিডিও ক্লিপিন দেখেননি এমন মানুষ বিশ্বজাহানে খুঁজে পাওয়া দায় ।অতএব ,এ বিষয়ে বক্তব্য নিষ্প্রয়োজন ।

মানুষত্ব নামক বস্ত্তটি অনুপস্থিত  ।মনের গভীরে জমছে হিংস্রতা ।অহেতুক ,কখনও শুধুমাত্র  ধর্মীয় পরিচয়ের কারণে সংঘটিত হচ্ছে নরহত্যা ,ধর্ষণ ,শিশু সংহারের মত পাপাচার। যা বন্য পশুকেও লজ্জা দেবে !

আরিফুল ইসলাম সাহাজি

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ধীবর বৃত্তান্ত নাটকের প্রধান কুশীলব ধীবরের চরিত্র বিশ্লষণ করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।

পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছেদ ও অদ্ভুত দর্শন বিষয়ক আলোচনা ।

দাম গল্পটি ছাত্র শিক্ষক পবিত্র সম্পর্কের উপর গভীর ছায়াপাত করেছে । মাস্টারমশায় শাসন করতেন , ভালবাসতেন না । এটা ঠিক নয় ' , আলোচনা করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।