সৌদি যুবরাজের আচরণে মধ্যপ্রাচ্য সংকট বৃদ্ধি পাবে না তো ? - আরিফুল ইসলাম সাহাজি


'ইহুদিদের রাষ্ট্রগঠনের অধিকার আছে 'সৌদি যুবরাজের এহেন অবিবেচক মন্তব্যে যারপরনাই বিস্মিত হয়েছি ।ইতিহাস আমরা সকলেই অবগত আছি ।হিটলারের অত্যাচারে বিতাড়িত ইহুদি সম্প্রদায় ব্রিটিশদের প্রত্যক্ষ ইন্ধনে প্যালেস্টাইনে আস্তানা গড়ে । অর্থের বাহুল্য হওয়ার কারণে প্রথম দিকে দরিদ্র ও সরলমনা ফিলিস্তিন আদিনিবাসীদের সম্পদ ক্রয় করলেও ,পরবর্তীতে মিত্র শক্তির সাহায্যে শুধুমাত্র গায়ের জোরে জোর করেই প্রায় অস্ত্রহীন ফিলিস্তিনদের নিজ বাসভূমি থেকে বিতাড়নের মধ্য দিয়ে গড়ে ওঠে আধুনিক ইজরাইল ।


<script async src="//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
<!-- babun -->
<ins class="adsbygoogle"
     style="display:block"
     data-ad-client="ca-pub-8859464621580427"
     data-ad-slot="7736028175"
     data-ad-format="auto"
     data-full-width-responsive="true"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>

ইহুদি ও প্যালেস্টাইনের আদি নিবাসী মুসলিমদের রক্তক্ষয়ী সংঘর্ষ মধ্যপ্রাচ্য সংকটের জন্ম দিয়েছে ।বন্ধুরাষ্ট্রর দাপটে বলীয়ান ইজরাইলের কাছে দুর্বল ,ভূমিহীন প্যালেস্টাইন পরাভব স্বীকার করেছে বরাবরই ।গন্ডি ক্রমশ সংকীর্ণ হতে হতে একপ্রকার রাষ্ট্রহীন হয়ে পড়ছে পবিত্র প্যালেস্টাইনের মুসলিমরা ।অত্যাচারের বহরও  অত্যন্ত নৃশংস ।ই _মাধ্যমের দৌলতে কিছু ভিডিও ফুটেজ মাঝে মাঝেই আমাদের চোখে পড়ে ।ন্যায়সঙ্গত ভাবে একটি নিরাপদ  স্বকৃত রাষ্ট্রের প্রয়োজন রয়েছে আরাফাত উত্তর সুরিদের ,এ বিষয়ে প্রায় সমগ্র বিশ্ব একমত ।এই পেক্ষাপটে দাঁড়িয়ে সৌদি যুবরাজের এ মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বটে ।যুবরাজের এ মন্তব্য ব্যক্তিস্বার্থ জড়িত বলেই মনে হয় ।এ ধরনের আচরণ মুসলিম বিশ্বকে দুটি শিবিরে ভাগ করতে বাধ্য ।এবং এধরনের ,
অপরিণত ও বালকোচিত্ নেতৃত্ব এ  মধ্যপ্রাচ্য সংকট উত্তরোত্তর বৃদ্ধি ঘটবে সে বিষয়েও সন্দেহ নেই ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ধীবর বৃত্তান্ত নাটকের প্রধান কুশীলব ধীবরের চরিত্র বিশ্লষণ করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।

দাম গল্পটি ছাত্র শিক্ষক পবিত্র সম্পর্কের উপর গভীর ছায়াপাত করেছে । মাস্টারমশায় শাসন করতেন , ভালবাসতেন না । এটা ঠিক নয় ' , আলোচনা করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।

নুন - জয় গোস্বামী । Online Mock Test