এখনও পর্যন্ত লেখা আমার সেরা গল্প এটি 'রিয়ার একরাত -আরিফুল ইসলাম সাহাজি ॥
রিয়ার একরাত
আরিফুল ইসলাম সাহাজি
না ,অফিস থেকে এত দেরি করে বার হওয়া ঠিক হয়নি ।সামান্য ক টাকার চাকরি ,হাজার রকম ঝক্কি ।বেশ কয়েকবার চাকরিটা ছাড়বার চেষ্টা করেছে রিয়া ।চুপসে গেছে মায়ের ধমকানিতে ।বস 'রা ওমন করে একটু তাকায় ।সব বলেনি রিয়া ,শাড়ি খুলে অফিসের ছোট পোশাক পড়তে হয় ।লজ্জা লাগে ,দুটো কামুক চোখ ওর শরীর ইঞ্চি ইঞ্চি পরীক্ষা করে ।পুরুষের এ দৃষ্টি প্রতিটি নারীর বড় চেনা ।গত কয়েকদিন ওই কামুক দৃষ্টি দুটো যেন লালসায় পরিণত হতে চাইছে ।অকারণে গায়ে হাত দিচ্ছে জানোয়ারটা ।
ঘড়িতে এখন রাত সাড়ে ন'টা ।অন্যন্য দিন রাত আটটা পঁয়তাল্লিশেই বেরিয়ে পড়ে রিয়া ।হানিফ চাচার চায়ের দোকানটাও বন্ধ ।তারাবীহ নামাজ পড়তে গেছে বোধহয় ।রাস্তায় একটাও লোক নেই ,কেমন মনমরা একটা রাত ।ভিতরে ভিতরে ভয় পায় রিয়া ।ভূতের ভয় নয় ,মানুষকে ভয় পায় ও ।কাটুয়া ,উন্নাও ওকে ভয় দেখায় ।ফোনটার ব্যটারী এখনই শেষ হতে হয় ।সমীরণ আমিও তোকে ভালবাসি ।মেয়েরা সহজে ভালবাসা স্বীকার করতে চাই না ।তুই ,আয় আমি তোকে ভালবাসার কথা বলব ।কি ভাবছে রিয়া !সমীরণ চলে গেছে ।না বলাটা বোধহয় ঠিক হয় নি ওর ।
<script async src="//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
<!-- babun -->
<ins class="adsbygoogle"
style="display:block"
data-ad-client="ca-pub-8859464621580427"
data-ad-slot="7736028175"
data-ad-format="auto"
data-full-width-responsive="true"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>
একটু দূরে ,রিয়ার পিছনের দিকে দুটো মূর্তিমান মানুষ আসছে ।আশস্ত হয় রিয়া ।এতক্ষণ টহলদার শ্যামলদা আর বিমলদার আসার সময় হল ।না ,আর একটু কাছে আসতে রিয়া দেখল এরা অন্য কেউ ।তবে ,ওদের চোখের দৃষ্টিটা রিয়ার বড় চেনা ।আস্তে আস্তে রিয়া এগিয়ে যেতে থাকল ,লোক দুটোও আসছে পিছনে পিছনে ।রিয়া বুঝতে পারলো লোক দুটি গতি বাড়িয়েছে ।এভাবে চলবে একটু পড়েই ওরা ধরে ফেলবে ।তারপর ,আর একটা উন্নাও ,কাটুয়া ।শরীরটা কেঁপে উঠল ।গতি বাড়ল রিয়া ।লোক দুটিও ।আর না এবার দৌড়াতে হবে ।
দূর থেকে একটা অটো আসছে ।অটোটা কি ওদেরই একজন ।প্রায়দিন তো অটোতেই রচিত হয় নির্যাতিত নারীর শয্যা ।আরও গতি বাড়ল ও ,সঙ্গে মানুষ দুটো আর সেই অটোটা ।একটা সময় মানুষ দুটোকে অতিক্রম করে গাড়িটা রিয়ার কাছাকাছি চলে আসে ।এবার মরে যাবে রিয়া ।হার্টফেল করবে ।পা চলছে না আর ।তখনই একটি কণ্ঠস্বর শুনল রিয়া 'উঠে আসুন তাড়াতাড়ি ',একটু সাহস মত হল ।দেখল একটি তরুণ ছেলে চালাচ্ছে গাড়িটা ।না ,কাউকে বিশ্বাস নেই ।অটো যদি জঙ্গলের দিকে বাঁক নেই ।তারপর শুনল রিয়া 'উঠে আসুন ,আল্লাহ কসম আমি আপনার ক্ষতি করবো না ।আমি রোযাদার ।আর ভাবেনি রিয়া ।উঠে পড়ল ।
বাড়িতে বসে অনেক কথা ভাবছে রিয়া ।তারমধ্যে এই কথাটি হয়ত কোনদিন ভুলবে না 'আপনারা মুসলমানদের যতটা খারাপ ভাবেন ,ওতটা খারাপ কিন্তু আমরা না ।'মনে মনে আশীর্বাদ করে রিয়া ,প্রতিটা হিন্দু বোনের তোমার মত একটি করে ভাই থাক ।কি নাম ওর ,নামটা জেনেই নিতে ভুলে গেছে রিয়া ॥
লেখক পরিচিতি
আরিফুল ইসলাম সাহাজি
গ্রাম :রায়পুর
পোস্ট :চাকলা
দেগঙ্গা ,উত্তর ২৪ পরগনা ,৭৪৩৪২৪
পশ্চিমবঙ্গ
আলাপন - ৯৭৩৪৩১৮৯৬৪
আরিফুল ইসলাম সাহাজি
না ,অফিস থেকে এত দেরি করে বার হওয়া ঠিক হয়নি ।সামান্য ক টাকার চাকরি ,হাজার রকম ঝক্কি ।বেশ কয়েকবার চাকরিটা ছাড়বার চেষ্টা করেছে রিয়া ।চুপসে গেছে মায়ের ধমকানিতে ।বস 'রা ওমন করে একটু তাকায় ।সব বলেনি রিয়া ,শাড়ি খুলে অফিসের ছোট পোশাক পড়তে হয় ।লজ্জা লাগে ,দুটো কামুক চোখ ওর শরীর ইঞ্চি ইঞ্চি পরীক্ষা করে ।পুরুষের এ দৃষ্টি প্রতিটি নারীর বড় চেনা ।গত কয়েকদিন ওই কামুক দৃষ্টি দুটো যেন লালসায় পরিণত হতে চাইছে ।অকারণে গায়ে হাত দিচ্ছে জানোয়ারটা ।
ঘড়িতে এখন রাত সাড়ে ন'টা ।অন্যন্য দিন রাত আটটা পঁয়তাল্লিশেই বেরিয়ে পড়ে রিয়া ।হানিফ চাচার চায়ের দোকানটাও বন্ধ ।তারাবীহ নামাজ পড়তে গেছে বোধহয় ।রাস্তায় একটাও লোক নেই ,কেমন মনমরা একটা রাত ।ভিতরে ভিতরে ভয় পায় রিয়া ।ভূতের ভয় নয় ,মানুষকে ভয় পায় ও ।কাটুয়া ,উন্নাও ওকে ভয় দেখায় ।ফোনটার ব্যটারী এখনই শেষ হতে হয় ।সমীরণ আমিও তোকে ভালবাসি ।মেয়েরা সহজে ভালবাসা স্বীকার করতে চাই না ।তুই ,আয় আমি তোকে ভালবাসার কথা বলব ।কি ভাবছে রিয়া !সমীরণ চলে গেছে ।না বলাটা বোধহয় ঠিক হয় নি ওর ।
<script async src="//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
<!-- babun -->
<ins class="adsbygoogle"
style="display:block"
data-ad-client="ca-pub-8859464621580427"
data-ad-slot="7736028175"
data-ad-format="auto"
data-full-width-responsive="true"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>
একটু দূরে ,রিয়ার পিছনের দিকে দুটো মূর্তিমান মানুষ আসছে ।আশস্ত হয় রিয়া ।এতক্ষণ টহলদার শ্যামলদা আর বিমলদার আসার সময় হল ।না ,আর একটু কাছে আসতে রিয়া দেখল এরা অন্য কেউ ।তবে ,ওদের চোখের দৃষ্টিটা রিয়ার বড় চেনা ।আস্তে আস্তে রিয়া এগিয়ে যেতে থাকল ,লোক দুটোও আসছে পিছনে পিছনে ।রিয়া বুঝতে পারলো লোক দুটি গতি বাড়িয়েছে ।এভাবে চলবে একটু পড়েই ওরা ধরে ফেলবে ।তারপর ,আর একটা উন্নাও ,কাটুয়া ।শরীরটা কেঁপে উঠল ।গতি বাড়ল রিয়া ।লোক দুটিও ।আর না এবার দৌড়াতে হবে ।
দূর থেকে একটা অটো আসছে ।অটোটা কি ওদেরই একজন ।প্রায়দিন তো অটোতেই রচিত হয় নির্যাতিত নারীর শয্যা ।আরও গতি বাড়ল ও ,সঙ্গে মানুষ দুটো আর সেই অটোটা ।একটা সময় মানুষ দুটোকে অতিক্রম করে গাড়িটা রিয়ার কাছাকাছি চলে আসে ।এবার মরে যাবে রিয়া ।হার্টফেল করবে ।পা চলছে না আর ।তখনই একটি কণ্ঠস্বর শুনল রিয়া 'উঠে আসুন তাড়াতাড়ি ',একটু সাহস মত হল ।দেখল একটি তরুণ ছেলে চালাচ্ছে গাড়িটা ।না ,কাউকে বিশ্বাস নেই ।অটো যদি জঙ্গলের দিকে বাঁক নেই ।তারপর শুনল রিয়া 'উঠে আসুন ,আল্লাহ কসম আমি আপনার ক্ষতি করবো না ।আমি রোযাদার ।আর ভাবেনি রিয়া ।উঠে পড়ল ।
বাড়িতে বসে অনেক কথা ভাবছে রিয়া ।তারমধ্যে এই কথাটি হয়ত কোনদিন ভুলবে না 'আপনারা মুসলমানদের যতটা খারাপ ভাবেন ,ওতটা খারাপ কিন্তু আমরা না ।'মনে মনে আশীর্বাদ করে রিয়া ,প্রতিটা হিন্দু বোনের তোমার মত একটি করে ভাই থাক ।কি নাম ওর ,নামটা জেনেই নিতে ভুলে গেছে রিয়া ॥
লেখক পরিচিতি
আরিফুল ইসলাম সাহাজি
গ্রাম :রায়পুর
পোস্ট :চাকলা
দেগঙ্গা ,উত্তর ২৪ পরগনা ,৭৪৩৪২৪
পশ্চিমবঙ্গ
আলাপন - ৯৭৩৪৩১৮৯৬৪
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন