মুসলিম উম্মাহর আসল সংকট - আরিফুল ইসলাম সাহাজি
' ইসলাম বিপন্ন ' কথাটি আপনি অনেকবার শুনেছেন । সোশ্যাল মিডিয়ায় মুসলিম নিপীড়নের অনেক ভিডিও দেখেছেন । সর্বত্রই মুসলিমদের আড়চোখে দেখা হচ্ছে । এককথায় , এক বিরাট সংকট তৈরি হয়েছে এবং হচ্ছে । মুসলিম উম্মাহর এ সংকটের আসল কারন কি ?
বিশ্বজনসংখ্যার নিরিখে ইসলাম সংখ্যালঘু নয় , বরং সংখ্যাগুরু দ্বিতীয় বৃহত্তর মতাদর্শ (১৫৭কোটি , শতাংশ হারে ২৩%)। আগামী কুড়ি পঁচিশ বছরের মধ্যে ইসলাম বৃহত্তর ধর্ম হিসাবে উঠে আসবে বলে বিভিন্ন সমীক্ষায় উঠে আসছে । হা , ইসলামের হীনদুর্বলতা অবশ্যই একটি কারন , অন্য একটি কারন ইসলামকে আমরা সঠিকভাবে উপস্থাপন করতে পারছি না । ফলত , ইসলামকে না জেনেই অনেকে বিরূপ সমালোচনা ও আচরন করছেন ।
<script async src="//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
<!-- babun -->
<ins class="adsbygoogle"
style="display:block"
data-ad-client="ca-pub-8859464621580427"
data-ad-slot="7736028175"
data-ad-format="auto"
data-full-width-responsive="true"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>
O.I.C(অগানাইজেশন অব ইসলামিক কনফেরেন্স )৫৭ টি রাস্ট্রের সংঘটন , যার ৪৫টি মুসলিম প্রধানরাস্ট্র । সেদিক থেকে বিচার করলে সম্পদ ও শক্তিতে মুসলিমরা খুব দুর্বল নয় । তরল সোনা খনিজ তেলের সিংহভাগটাই মধ্যপ্রাচ্যর ভূগর্ভে সঞ্চিত ।হীনবলতা রয়েছে মনন আর মজ্জায় , তাই বার্মা থেকে ফিলিস্তিনে গনহত্যার পরও মুসলিম উম্মাহ এক প্রকার নীস্চুপ ।
পৃথিবীর যেকোন প্রান্তে কোন ইহুদির সংকট , ইজরাইলের ব্যক্তিগত সংকট । অনুরূপ , বোদ্ধদের চীন -জাপান ,খিস্টানদের রক্ষাকবচ হিসাবে রয়েছে আমেরিকা ও ইউরোপের দেশগুলি । অথচ , দ্বিতীয় সংখ্যাতর আদর্শ হলেও ইসলামী সংকটের সময় সমগ্র মুসলিম বিশ্ব (তুরস্ক , ইরান ব্যতীত )একপ্রকার চুপ থাকে । মুসলিম
দেশগুলি অধিকাংশ সন্ত্রাস , হিংসা দ্বারা জর্জরিত । শাসকরা অধিকাংশই অন্যের মুখাপেক্ষি । অধিকাংশই ইসলামের মূল নীতি আদর্শ থেকে বিচ্যুত । ইসলাম প্রচার ও প্রসারের দায়িত্ব ও কর্তব্য তাঁদের । সূরা আলহজ্জের ৪১ নং আয়াতে স্পস্ট এ ইংগিত রয়েছে । যেহেতু , মুসলিম শাসকদের শিকড় খুব গভীরে গ্রথিত নয় , একই সঙ্গে পারস্পরিক দ্বন্দ সংকটকে করে তুলছে আরও প্রকট । O.I.C এবং জাতিসংঘ একটি বৃহৎ শক্তি । মুসলিম দেশগুলি তাদের সঠিক দায়িত্ব পালন করলে রোহিঙ্গা ও প্যালেস্টাইনীয় সংকট নিরসনে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হতো ।
লেখক
আরিফুল ইসলাম সাহাজি
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন