সপ্তগ্রাম কিশলয় মিশন সংবর্ধনা অনুস্ঠান ২০১৮



সপ্তগ্রাম কিশলয় মিশন মূলত  প্রান্তিক সংখ্যালঘু  সম্পাদায়ের শিক্ষার এক ব্যতিক্রমী প্রতিস্ঠান ।বিগত কয়েকবছর সাফল্য পেলেও সব কিছুকে যেন ছাড়িয়ে গেছে এ বছরের পরিসংখ্যান । সর্বমোট তিরিশজন মাধ্যমিক পরীক্ষার্থী ছিল এবার । ১৩ জন স্টার , ১৫ জন প্রথম শ্রেনীতে পাশ করে মিশনের ভাল রেজাল্টের ধারা বজায় রাখতে সক্ষম হয়েছে ।এছাড়াও  প্রতিষ্টানের প্রাক্তন ছাত্র মোঃ তাহির হোসেন সর্দার এ বছর Theoretical Physics বিষয়ে গবেষনা সুযোগ পেয়েছেন,প্রতিস্ঠানের ছাত্রী রৌশনারা পারভীন সিনিয়র মাদ্রাসা থেকে ফাজিল পরীক্ষায় প্রথম দশের মধ্যে স্থান করেছেন  মিশনের আর একছাত্র খুশরুর রহমান লস্কর সর্বভারতীয় স্থরে মেডিকেল সুযোগ পেয়ে মিশনের সৌরভ ছড়িয়ে দিতে সক্ষম হয়ে । এ সমস্ত কৃতি ছাত্র ছাত্রীদের বিশেষ সন্মান ও সংবর্ধনা দেওয়ার জন্য প্রতিস্ঠানের পক্ষ থেকে বিশেষ সাংস্কৃতিমূলক অনুস্ঠানের আয়োজন করা হয় । প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রহমতে আলম মিশনের সুপারিনটেনডেন্ট আহসান সাহেব , বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুরমান আলি মন্ডল (Director of madhya pradesh State Warehousing Corporation )। আহসান সাহেব সংখ্যালঘু শিক্ষার উন্নয়নে মিশনগুলির অবদানের কথা গর্বের সঙ্গে স্মরণ করেন । সুরমান সাহেব তাঁর অমৃত কথাবানীতে মুগ্ধ করেন শিক্ষার্থী ও অবিভাবকদের । তিনি মুল্যবোধের শিক্ষার উপর জোর দেন ,শুধু পুঁথিগত শিক্ষা নয় , শিক্ষার্থীদের তিনি সোনার মানুষ হয়ে উঠতে বলেন । প্রতিস্ঠানের প্রধান আজিজুল সাহেব আপ্লুত ছাত্রদের কৃতিত্বে ।আগামীতে এ প্রতিস্ঠান আরও ভাল রেজাল্ট করবে বলে তিনি আশা ব্যক্ত করেন ।

আরিফুল ইসলাম সাহাজি ,

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ধীবর বৃত্তান্ত নাটকের প্রধান কুশীলব ধীবরের চরিত্র বিশ্লষণ করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।

দাম গল্পটি ছাত্র শিক্ষক পবিত্র সম্পর্কের উপর গভীর ছায়াপাত করেছে । মাস্টারমশায় শাসন করতেন , ভালবাসতেন না । এটা ঠিক নয় ' , আলোচনা করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।

নুন - জয় গোস্বামী । Online Mock Test