অরণ্য উঠে এসেছে আমার শহরে - আরিফুল ইসলাম সাহাজি
দুহাত দিয়ে হৃদয়ে জমা মেঘবালিকাদের
শরীর স্পর্শ করি প্রত্যহ ,অরণ্য উঠে এসেছে আমার শহরে ,
যোনি চিরে বোতল , রড ঢুকিয়ে দেয় স্বৈরাচারি পিশাচ , আমি হৃদয়ে লালন করি বজ্রকঠিন হুঙ্কার , এখনও কী হয় নি সময় তালা ভাঙবার ?
উত্তর দিকের জানলা - কপাট বন্ধ কর ,
ভেঙ্গে ফেল , ভেঙ্গে ফেল অচলায়তনের সব বদ্ধ দুয়ার ,
বিশুদ্ধ আলো বাতাসে ভরুক অসীম দিগন্ত ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন