রাত আসে - সোমের কৌমুদী
রাত আসে চাঁদের বুকেও , রাত তখন জোছনা হয়।
রাত আসে
ফুলের কাছে
পাখির কাছে
নদীর বুকে ।
প্রকৃতির বুকেও রাত আসে , প্রকৃতিতে রাত আসতে হয়।
রাত আসে , প্রতিদিন মানুষের জীবনে রাত আসে ।
রাত আসে
ঘুম হয়
স্বপ্ন হয়
<script async src="//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
<!-- babun -->
<ins class="adsbygoogle"
style="display:block"
data-ad-client="ca-pub-8859464621580427"
data-ad-slot="7736028175"
data-ad-format="auto"
data-full-width-responsive="true"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>
আঁধার হয় ।
প্রতিদিনই মানুষের কাছে রাত আসে , রাত আসতে হয়।
মানুষের জীবনে আসা রাত শুধু আঁধার নয়
রাতের আঁধাের একটা আলো মিশে রয়,
এই আলো আঁধারেই বিলীন হয়
সেই আঁধারই আবার উজ্জ্বল প্রভাতকে ডেকে ডেকে নেয় ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন