পোস্টগুলি

ডিসেম্বর, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মুসলিম স্কলারদের হাত ধরেই এগিয়ে গেছে সভ্যতার রথের চাকা - আরিফুল ইসলাম সাহাজি

ছবি
গতানুগতিক তথাকথিত মানবসভ্যতার ইতিহাসের যে বর্ণনা পাওয়া যায় , সেখানে ইউরোপীয় ঋষি মনীষীদের অবদান স্বর্ণাক্ষরে মুদ্রিত আছে ।ঘটনাপরস্পরার , ঐতিহাসিক তত্ত্বের অস্পষ্টতার কারনে  গবেষক ,  সিরিয়াস পাঠক কিম্বা অনুসন্ধিৎসু মানুষ সে সব ইতিহাস সম্পর্কিত বিষয়ে সন্দেহ পোষন করতেই পারেন । একটি গৌরবময় সভ্যতার আলোকিত  যুগকে অস্বীকার করার স্পর্ধা রয়েছে সে সমস্ত বর্ণনাই । গভীর পাঠের মধ্যে দিয়ে পাঠক এ উপলব্ধিক্ষম হয়ে উঠতে পারেন । কথিত আছে ,  লন্ডনের রাস্তা যখন অন্ধকারে নিমজ্জিত থাকতো তখন মুসলিম জ্ঞান-বিজ্ঞানের উজ্জ্বল তীর্থকেন্দ্র কর্ডোভার রাজপথ আলোয় উদ্ভাসিত থাকতো। এ বিষয়ে মহাত্মা গান্ধীর চমৎকার উপলব্ধি রয়েছে । শ্রীগান্ধীর মতে , ' প্র্তীচ্য যখন অন্ধকারে নিমজ্জিত , প্রাচ্যের আকাশে উদিত হলো এক উজ্জ্বল নক্ষত্র এবং আর্ত পৃথিবীকে তা দিলো আলো ও স্বস্তি । ' বিশ্বনন্দিত ঐতিহাসিক  হিট্টির অভিমতও মাহাত্মা গান্ধীর উপলব্ধিকে মান্যতা প্রদান করে ।এ বিষয়ে  মি: হিট্রির অভিমত , ‘অষ্টম শতাব্দীর মধ্যভাগ হতে ত্রয়োদশ শতাব্দীর শেষভাগ পর্যন্ত আরবরা সমগ্র বিশ্বের বুদ্ধি এবং সভ্যতার ...

বিভেদ - বৈষম্য নয় ! সর্বরকম অসাম্যের বিপক্ষে হোক কলরব । । আরিফুল ইসলাম সাহাজি

ছবি
সবরকম অন্যায়ের বিপক্ষে  সমান কলরব হওয়া উচিৎ । সবক্ষেত্রেই মানবিকতার সলতে দানা বাঁধতে পারছে না ।  বিভেদের  এক শক্তপাশা আমাদের হৃদয়কে শৃঙ্খলযুক্ত করে ফেলেছে । সংবাদপত্রে দেশের বিভিন্ন প্রান্তে হত্যা ,ধর্ষণ ,  লুঠের খবর পড়লে আগে নামটার দিকে উঁকি মারি । যদি মার খাওয়া ধর্মের  (একটি বিশেষ ধর্মের মানুষ অর্থে ),কিম্বা মার জাতির হয় (সংখ্যাগুরু সম্প্রদায় নিচুজাতি মনে করেন , পড়ুন দলিত ), তাহলে দরকার নেই । কোথায়ও কোন স্টেটাস দেওয়ার দরকার নেই । বরং বিপক্ষে স্লোগান রেডি হোক কয়েকটা (হে মানবদরদী আপনাকে বলিনি । আপনার হৃদয় যদি মার খাওয়া মানুষগুলোর জন্য কাঁদে , তাহলে আপনি এর বাইরে )।পারলে জাতীয় পতাকাটাও সঙ্গে নিও ভায়া ! ধর্ষকের ধর্মটা কি ? ওরে বস ! উনি আমাদের লোক । হোক রাস্তা অবরোধ  , ক্ষতি কি ? পোড়াও হাজার দোকান । আদিখ্যেতা দেখো ! সামান্য একটা দারিদ্য মজুরকে মারা কি এমন পাপের কাজ হে ! দাও ওই খুনে বীরকে ভোটের টিকিট । কেমন জানোয়ার হয়ে উঠছি আমরা । অমানুষ এক একটা । খুনির আবার ধর্ম কিরে ! ধর্ষকেরই বা কিসের ধর্ম ! ধর্মকে আজ বর্ম করতে পারছি না আমরা । ফায়দা লুঠবার কৌশলে পর...