.কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় যে প্রাকৃতিক বিপর্যয় ঘটেছিল ,তারফলে যে সামাজিক অচলাবস্থার সৃষ্টি হয়েছিল ,সে বিষয়ক আলোচনা

লিখছেন  বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি



বাংলা ভাষা ও সাহিত্যের একটি গৌরবময় শাখা হল মঙ্গল কাব্য , এই মঙ্গল কাব্যসমূহের   মধ্যে অন্যতম শ্রেষ্ঠ কাব্য মুকুন্দ চক্রবর্তী বিরচিত অভয়ামঙ্গল  /চন্ডীমঙ্গল । চণ্ডীমঙ্গল কাব্যের অন্তর্গত নির্বাচিত অংশ কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি নামক কবিতাখানির প্রাকৃতিক বিপর্যয়ের উপর আলোচনা করা আমাদের আজকের লেখনীর প্ৰতিপাদ্য ।

মূল কাব্যে দেবী চণ্ডীর বরে ব্যধনন্দন কালকেতু বনজঙ্গল ঝাপ করে পত্তন করেন গুজরাট রাজ্য । কিন্তু প্রজার অভাবে রাজা হওয়া হচ্ছিল না কালকেতুর । শেষপর্বে চণ্ডী সহায়ক ভূমিকা নেন , চণ্ডীর রোষে পার্শ্ববর্তী রাজ্য কলিঙ্গে নেমে আসে এক ভয়ংকর বিপর্যয় । আকাশ ছেয়ে যায় সর্বনাশী কালো মেঘে , সমান্তরাল ভেবে চলল মেঘের গর্জন এবং বিদ্যুতের শাসানি । কেঁপে উঠল পুরো আকাশ । এরপর শুরু হলো প্রবল বর্ষণ । সঙ্গে বাড়লো মেঘের গর্জন আর ঝড়ের তাণ্ডব । অসহায় হয়ে পড়লো কলিঙ্গের জনমানুষরা -
              'প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ '
শেষপর্যন্ত প্রাণের তাগিদে বিপদের আশঙ্কায় নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যান তারা ।

<script async src="//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
<!-- babun -->
<ins class="adsbygoogle"
     style="display:block"
     data-ad-client="ca-pub-8859464621580427"
     data-ad-slot="7736028175"
     data-ad-format="auto"
     data-full-width-responsive="true"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>

সাতদিন ধরে অবিশ্রান্ত বৃষ্টিতে কলিঙ্গবাসীর অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে উঠল । ঝড়ের দাপটে ধ্বংশ হলো এক রাজ্য ফসল । বর্ষণ সঙ্গে ভয়ঙ্কর বিদ্যুৎ ঝলক আর বিরামহীন বজ্রপাত জনজীবনকে করে তুলল অতিষ্ট । রাস্তাঘাট হলো জলমগ্ন । মেঘের গর্জন এতটাই প্রবল যে তাতে চাপা পড়লো কোলাহল আর মানুষের আর্তনাদ । এমন এক বিপন্ন সময়ে এই বিপদ থেকে বাঁচার জন্য অসহায় জনতা জনার্দন স্মরণ করলো ঋষি জৈমিনিকে । এদিকে বর্ষণ এমনই বিশাল আকার নিলো যে , রাত আর দিনের কোন প্রভেদ থাকল না । কলিঙ্গ যেন অন্ধদ্বীপ , নেই সূর্য্যের সমান্য রশ্মিটুকুও । ভূগর্ভের প্রাণী সব উঠে এলো উপরে ( সাপ , ব্যাঙ ইত্যাদি )।ফসল হলো সারা , নষ্ট হলো অট্রালিকা আর আসবাব কাঁড়িকাঁড়ি । এতেও শেষ চণ্ডীর আদেশে বীর হনুমান ভেঙ্গে গুঁড়িয়ে দিলো কলিঙ্গের দেবালয় আর বড় বাড়ি যত । এইভাবে সাতদিন ব্যপী অবিচ্ছিন্ন বিপর্যয় কলিঙ্গবাসিকে করে তুলেছিল অসহায় । 

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ধীবর বৃত্তান্ত নাটকের প্রধান কুশীলব ধীবরের চরিত্র বিশ্লষণ করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।

পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছেদ ও অদ্ভুত দর্শন বিষয়ক আলোচনা ।

দাম গল্পটি ছাত্র শিক্ষক পবিত্র সম্পর্কের উপর গভীর ছায়াপাত করেছে । মাস্টারমশায় শাসন করতেন , ভালবাসতেন না । এটা ঠিক নয় ' , আলোচনা করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।