কারক কি ? কারক শেখার সহজ উপায়
বাক্যের মধ্যে ক্রিয়া পদের সঙ্গে নামপদের যে সম্পর্ক ,তাকে কারক বলে .কারকের আভিধানিক অর্থ হল ,যা ক্রিয়া সম্পাদন করে .
উদহারন:
রোহানের মা ঘর থেকে নিজ হাতে ছেলেদের খাবার দিলেন .বাক্যটির মধ্যে দিলেন ক্রিয়া পদের সঙ্গে ,নামপদগুলির যে সম্পর্ক ,তাকে এককথায় বলব কারক .
১) কতৃ সম্বন্ধ মা কতৃ কারক
২)কর্ম সম্বন্ধ খাবার কর্ম কারক
৩) করণ সম্বন্ধ নিজ হাতে করণ কারক
৪) নিমিত্ত সম্বন্ধ ছেলেদের নিমিত্ত কারক
৫)অপাদান সম্বন্ধ পাত্র থেকে অপাদান কারক
৬) অধিকরণ সম্বন্ধ ঘর অধিকরণ কারক
প্রশ্ন করলে বিষয়টি আরও সহজ হয়ে উঠবে :
প্রশ্ন সমাপিকা ক্রিয়া নাম পদ সম্বন্ধ
১)কে দিলেন মা কতৃ সম্বন্ধ
২)কি দিলেন খাবার কর্ম সম্বন্ধ
৩)কিসের দ্বারা দিলেন নিজ হাতে করণ সম্বন্ধ
৪) কাকে দিলেন ছেলেদের নিমিত্ত সম্বন্ধ
৫)কোথা থেকে দিলেন পাত্র থেকে অপাদান সম্বন্ধ
৬)কোথায় দিলেন ঘর থেকে অধিকরণ সম্বন্ধ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন