দ্বীপান্তরের বন্দিনী - কাজী নজরুল ইসলাম | online mock test - 3



১৬ . দ্বীপান্তরের বন্দিনী কবিতাটি কাজী প্রথম কোথায় পাঠ করেছিলেন ? 
       ক . জন্মদিনের অনুষ্টানে 
      খ . অসহযোগ আন্দোলনের সময় 
     গ . সন্তান সংঘের স্বরস্বতী পূজায়

উ . গ

১৭ . কার পুণ্যবেদি শূন্য বলে কবির মনে হয়েছে ? 
       ক . বীণার দেবীর 
      খ . ভারতমাতার 
     গ . বিধাতার 

উ . ক

১৮ . কোন শক্তির দেড়শ বছরের অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন  কবি ? 
     ক . ফরাসী 
     খ . জার্মান 
     গ . ইংরেজ 

উ . গ

১৯ . দ্বীপান্তর শব্দের অর্থ কী ? 
      ক . অন্য দ্বীপ 
     খ . নির্বাসন 
     গ . দ্বীপের বাইরে 

উ . ক

২০ . বেদী কি ? 
      ক . যুদ্ধের মঞ্চ 
      খ . সংস্কৃতিক মঞ্চ 
      গ . পুজোর জন্য তৈরি মঞ্চ 

উ . গ

২১ . আন্দামান ভারতের কোন ধরনের অঞ্চল ? 
        ক . কেন্দ্রশাসিত 
        খ . স্বশাসিত 
        গ . স্বাধীন 

উ . ক

২২ . শতদল শব্দের অর্থ কি ? 
      ক . গাঁদা ফুল 
     খ . পদ্মফুল 
     গ . রজনীগন্ধা

উ . খ 

২৩ . শস্ত্রপাণি কি ? 
     ক . যে হাতে অস্ত্র 
     খ . পুস্তক জ্ঞানী 
     গ . যিনি শাস্ত্র জ্ঞানী 

উ . ক

২৪ . বীনা কি ? 
     ক . স্বরস্বতীর বাদ্যযন্ত্র 
     খ . মনসার বাহক 
     গ . দূর্গার বাদ্যযন্ত্র 

উ . ক

২৫ . বীণার তন্ত্রী শব্দের অর্থ কি ? 
         ক . কাঁটা তার 
         খ . বেতার 
         গ . বীণার তার 

উ . গ

২৬ . যজ্ঞপুরী কেমন স্থান ? 
      ক . যজ্ঞদের অন্দরমহল 
      খ .রাক্ষসদের অন্তরমহল 
      গ . এলিয়েন অন্তরমহল 

উ . ক

২৭ . সোঁদাল শব্দটির অর্থ কি ? 
          ক . কোদাল
           খ . মাটির ভিতরের গন্ধ 
           গ . শুকনো বা পোড়া মাটিতে জল                           গড়ালে যে গন্ধ 

উ . গ

২৮ . শঙ্খারাব শব্দটি কিসের ধ্বনি ? 
        ক . শাঁখের উচ্চধ্বনি 
        খ . সর্পের হিস ধ্বনি 
        গ . ঘোড়ার হ্রেষা ধ্বনি 

উ . ক

২৯ . ঘানি কি ? 
     ক . জেলখানা 
     খ . লাশঘর 
     গ . সরষে , তিল ইত্যাদি পিষে তেল বার                     করার যন্ত্র 

উ . গ

৩০ . পঞ্চজন্য শাঁখ কি ? 
     ক . স্বরস্বতীর শাঁখ
     খ . দূর্গার শাঁখ
     গ . কৃষ্ণের শাঁখ

উ . ক

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ধীবর বৃত্তান্ত নাটকের প্রধান কুশীলব ধীবরের চরিত্র বিশ্লষণ করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।

পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছেদ ও অদ্ভুত দর্শন বিষয়ক আলোচনা ।

দাম গল্পটি ছাত্র শিক্ষক পবিত্র সম্পর্কের উপর গভীর ছায়াপাত করেছে । মাস্টারমশায় শাসন করতেন , ভালবাসতেন না । এটা ঠিক নয় ' , আলোচনা করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।