বিশাল ডানাওয়ালা থুড়থুড়ে বুড়ো - গাবরিয়েল গার্সিয়া মার্কেজ । Online Mock Test
সঠিক বিকল্পটি বেছে নাও । প্রতিটা প্রশ্নের মান :১
১ . বিশাল ডানাওয়ালা থুড়থুড়ে বুড়ো গল্পটির লেখক কে ?
ক . আর . কে . নারায়ণ
খ . সুগত বসু
গ . গাবরিয়েল গার্সিয়া মার্কেজ
উ . গ
২ . বিশাল ডানাওয়ালা থুড়থুড়ে বুড়ো গল্পটির অনুবাদক কে ?
ক . অমিতাভ রায়
খ . মানবেন্দ্র বন্দোপাধ্যায়
গ . দুলাল রায়
উ . খ
৩ . গাবরিয়েল গার্সিয়া মার্কেজ কোন দেশের মানুষ ?
ক . চিলি
খ .আমেরিকা
গ . কলম্বিয়া
উ . গ
৪ . গাবরিয়েল গার্সিয়া মার্কেজ কত সালে জন্মগ্রহন করেন ?
ক . ১৯৪৫
খ . ১৯২৭
গ .১৯২২
উ . খ
৫ . বৃষ্টি কয়দিনে পড়েছিল ?
ক . দুই
খ . তিন
গ . চার
উ . খ
৬ . কোন প্রাণীকে সমুদ্রে ফেলে আসতে হয়েছিল ?
ক . কাঁকড়া
খ . ব্যাঙ
গ . কাঠবিড়ালি
উ . ক
৭ . কয়টি উঠোন পেরিয়ে কাঁকড়া ফেলতে গিয়েছিল ?
ক . ১০৫
খ . ১০০
গ . ১১০
উ . খ
৮ . দুপুর বেলা আলো কেমন ছিল ?
ক . উজ্জ্বল
খ . অনুজ্জ্বল
গ . ক্ষীণ
উ . গ
৯ . কাঁকড়া ফেলতে গিয়েছিল কে ?
ক . পেলাইও
খ . স্টিফেন
গ . ফিলিপ
উ . ক
১০ . সমুদ্র থেকে ফিরবার পথে পেলাইও কী দেখেছিল ?
ক . উঠোনের পেছন কোনটায় কী একটা নড়ছে
খ . গোয়াল ঘরে একটা নেকড়ে
গ . বউটা ছটফট করছে
উ . ক
১১ . পেলাইও কাছে গিয়ে কী দেখেছিল ?
ক . একটা থুড়থুড়ে বুড়ো
খ . বাঘ
গ . হনুমান
উ . ক
১২ . থুড়থুড়ে বুড়ো কেমন অবস্থায় ছিল ?
ক . কাদার মধ্যে মুখ গুঁজে
খ . চিলে কঠায়
গ . মাচার উপর
উ . ক
১৩ . কাদার উপর মুখ গুঁজে থুড়থুড়ে বুড়ো কেমন করে শুয়ে ছিল ?
ক . হাঁটু গেড়ে
খ . হামাগুড়ি দিয়ে
গ . উপুড় হয়ে
উ . গ
১৪ . থুড়থুড়ে বুড়ো উঠতে পারছিল না কেন ?
ক . বিশাল ডানার জন্য
খ . বয়সের জন্য
গ . অসুস্থ
উ . ক
১৫ . থুড়থুড়ে বুড়োকে দেখে আতঙ্ক হয়ে পেলাইও কার কাছে গেল ?
ক . মোড়লের কাছে
খ . সাধুর কাছে
গ . বউ এর কাছে
উ . গ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন